
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ১২:৫১ এএম
আকর্ষণীয় ফিচার নিয়ে চীনের বিখ্যাত ব্র্যান্ড রেসি এখন বাংলাদেশে

আইটি ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০১:০৬ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
নিত্যনতুন প্রযুক্তি পণ্যের বাজারে চীনা ব্র্যান্ড রেসি নিয়ে এসেছে ব্যতিক্রমী গ্যাজেট, যা শুধু আধুনিক নয়, বরং কার্যকরিতার দিক থেকেও অনন্য। একাধিক ফিচারের সমন্বয়ে তৈরি রেসির পণ্যগুলোর মধ্যে রয়েছে পাওয়ার ব্যাংক, স্পিকার, হেডফোন, চার্জার, ডাটা ক্যাবল, ব্যাগসহ আরও অনেক কিছু।
২০১১ সালে প্রতিষ্ঠিত রেসি মূলত শেনজেন ম্যাক্সকো টেকনোলজি-এর অধীনস্থ ব্র্যান্ড। বিশ্বব্যাপী ৫০টিরও বেশি দেশে জনপ্রিয় এই ব্র্যান্ডের পণ্য রয়েছে ১২০০টিরও বেশি, যা ব্যবহারকারীদের জন্য প্রযুক্তির নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। বিশেষ করে ওয়্যারলেস চার্জিং, বিল্ট-ইন ক্যাবল এবং মাল্টিফাংশনাল ডিজাইনের গ্যাজেটগুলো রেসিকে দিয়েছে বিশেষ স্বীকৃতি।
বাংলাদেশের বাজারে টেকটাইম বিজনেস সলিউশন্স লিমিটেডের এক্সক্লুসিভ পার্টনারশিপের মাধ্যমে রেসির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত জানুয়ারিতে দেশীয় প্রতিষ্ঠান টেকটাইম বিজনেস সলিউশন্স লিমিটেডের সঙ্গে এক্সক্লুসিভ পার্টনারশিপের মাধ্যেমে যাত্রা শুরু হয় এ ব্র্যান্ডটির।
চলতি মার্চ থেকে পণ্যগুলোর বাজারজাত শুরু হয়। রেসির পাশাপাশি আরও জনপ্রিয় কিছু ব্র্যান্ড দেশের বাজারে পরিচিত করার পরিকল্পনা আছে টেকটাইম বিজনেস সলুশনস লিমিটেডের।