Logo
Logo
×

আইটি বিশ্ব

সবচেয়ে পাতলা স্মার্টফোন নিয়ে এলো অ্যাপল

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৯:৪২ এএম

সবচেয়ে পাতলা স্মার্টফোন নিয়ে এলো অ্যাপল

ছবি: সংগৃহীত

অ্যাপলের আসন্ন আইফোন ১৭ এয়ার প্রযুক্তি বিশ্বে নতুন আলোড়ন তুলেছে। অত্যন্ত পাতলা ডিজাইন, উন্নত ডিসপ্লে এবং নতুন চিপের কারণে এটি প্রযুক্তিপ্রেমীদের আকর্ষণ করছে।

আইফোন ১৭ এয়ার হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে পাতলা স্মার্টফোন, যার পুরুত্ব মাত্র ৫.৫ মিলিমিটার। এতে থাকবে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে। পাতলা ডিজাইন বজায় রাখতে অ্যাপল কিছু পরিবর্তন এনেছে, যেমন: সেকেন্ড স্পিকার বাদ দেওয়া এবং পেছনে মাত্র একটি ক্যামেরা রাখা হয়েছে।

প্রাথমিকভাবে পোর্টবিহীন আইফোন ১৭ এয়ারের পরিকল্পনা করলেও অ্যাপল শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে। বিশেষজ্ঞদের মতে, ইউরোপীয় ইউনিয়নের বিধিনিষেধের কারণে অ্যাপলকে এ পরিকল্পনা বাতিল করতে হয়েছে।

আইফোন ১৭ এয়ারে আইফোন ১৬ প্রোর মতো ক্যামেরা কন্ট্রোল ও প্রোমোশন প্রযুক্তি থাকতে পারে। এতে অ্যাপলের প্রথম ইন-হাউস ৫জি মডেম, সি১ চিপ ব্যবহার করা হবে। তবে এ মডেল এমএমওয়েভ প্রযুক্তি সমর্থন করবে না, যা কিছুটা ধীরগতির ৫জি অভিজ্ঞতা দিতে পারে। তবে ব্যাটারি লাইফ বাড়ানোর জন্যই এটি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, আইফোন ১৭ এয়ারের সম্ভাব্য মূল্য ৯০০ ডলার হতে পারে, যা আইফোন ১৬ প্লাসের সমান। নতুন ডিজাইন ও ফিচার থাকায় এটি বাণিজ্যিকভাবে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপল তাদের প্রকৌশলীদের দিয়ে ফোনটির ডিসপ্লে ও অভ্যন্তরীণ কাঠামো আবার ডিজাইন করছে, যাতে পাতলা হলেও এটি শক্তিশালী থাকে। আইফোন ১৭ এয়ার প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং বাজারে নতুন মানদণ্ড স্থাপন করতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম