
এখন থেকে হোয়াটসঅ্যাপের ভিডিও কল গ্রহণ করলেও ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। এতদিন কেউ ভিডিও কল করলে সেটি শুধু গ্রহণ বা কেটে দেওয়ার অপশন থাকত, আর কল গ্রহণ করলেই ক্যামেরা চালু হয়ে যেত। এতে ব্যবহারকারী চান বা না চান, অপর প্রান্তের ব্যক্তি তাকে দেখতে পেতেন। তবে নতুন আপডেটে সেই নিয়ম বদলে যাচ্ছে।
এখন ভিডিও কল এলে ব্যবহারকারী প্রথমে অপশন পাবেন— ক্যামেরা চালু করতে চান কি না। অর্থাৎ, ক্যামেরার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে গ্রাহকের হাতে, যা নিরাপত্তা আরও বাড়াবে।
হোয়াটসঅ্যাপ ভিডিও কল এলে স্ক্রিনে ‘টার্ন অফ ইয়োর ভিডিও’ অপশন দেখা যাবে। সেটিতে ক্লিক করলেই ফোনের ফ্রন্ট ক্যামেরা বন্ধ থাকবে। এরপর ‘অ্যাকসেপ্ট উইদাউট ভিডিও’ অপশনে ক্লিক করলে শুধুমাত্র ভয়েস-মোড চালু হবে, ফলে ব্যবহারকারী নিশ্চিন্তে কথা বলতে পারবেন, কিন্তু কেউ তাকে দেখতে পাবে না।
তবে, মাঝপথে যদি ব্যবহারকারী ভিডিও অন করতে চান, সেটিও সম্ভব। কল চলাকালীন ‘টার্ন অন ইয়োর ভিডিও’ অপশনে ক্লিক করলেই ক্যামেরা পুনরায় চালু হয়ে যাবে।