Logo
Logo
×

আইটি বিশ্ব

চাকরি প্রার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করল গুগল

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০১ পিএম

চাকরি প্রার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করল গুগল

ছবি: সংগৃহীত

চাকরিপ্রার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। চাকরি খোঁজা এবং আবেদনের প্রক্রিয়াকে আরও সহজ করতে তারা চালু করছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) টুল ‘ক্যারিয়ার ড্রিমার’। এ টুল ব্যবহারকারীর অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও আগ্রহ বিশ্লেষণ করে সঠিক চাকরির সন্ধান দেবে। 

গুগলের তথ্য অনুযায়ী, ক্যারিয়ার ড্রিমার টুলটি ব্যবহারকারীদের নিজস্ব দক্ষতা চিহ্নিত করতে সাহায্য করবে এবং সেগুলোকে পেশাগত জীবনের সঙ্গে সংযুক্ত করবে। এটি চাকরি বাজার বিশ্লেষণ করে পেশা গঠনের দিকনির্দেশনা দেবে এবং এমনকি চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতিতেও সহায়তা করবে। 

এ টুলে গুগলের জেমিনি প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য মানসম্মত কভার লেটার ও জীবনবৃত্তান্ত তৈরি করতে সক্ষম। তবে এটি প্রচলিত চাকরি খোঁজার প্ল্যাটফর্মগুলোর মতো সরাসরি চাকরির বিজ্ঞাপনের লিঙ্ক দেখাবে না। বরং ব্যবহারকারীর যোগ্যতার ভিত্তিতে সম্ভাব্য চাকরির তালিকা প্রস্তুত করবে। ক্যারিয়ার ড্রিমার টুলটি চাকরিপ্রার্থীদের জন্য শুধু চাকরি নয়, বরং পেশাগত উন্নয়নের নির্দেশনাও দেবে। এটি ব্যবহারকারীর দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন পেশার তথ্য প্রদান করবে এবং স্থানীয় চাকরির সন্ধান দিতেও সহায়ক হবে। 

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ টুল কবে নাগাদ অন্যান্য দেশে আসবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে চাকরিপ্রার্থীদের জন্য এটি যে এক যুগান্তকারী উদ্ভাবন হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। কৃত্রিম বুদ্ধিমত্তার এ অগ্রযাত্রা চাকরির সন্ধান ও পেশাগত উন্নয়নকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম