Logo
Logo
×

আইটি বিশ্ব

ম্যাক ব্যবহারকারীদের নতুন ম্যালওয়ার হুমকি

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০ পিএম

ম্যাক ব্যবহারকারীদের নতুন ম্যালওয়ার হুমকি

ছবি: সংগৃহীত

সম্প্রতি মাইক্রোসফটের থ্রেট ইন্টেলিজেন্স দল ম্যাক অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারগুলোর জন্য এক নতুন নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়েছে। ‘এক্সসিএসএসইটি’ নামের এ ম্যালওয়্যারটি প্রথম শনাক্ত হয়েছিল ২০২০ সালে, তবে এখন এটি আরও উন্নত ও বিপজ্জনক হয়ে উঠেছে। 

এ ম্যালওয়্যারটি বিশেষভাবে ক্ষতিকর কারণ এটি নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম, ফলে সহজে শনাক্ত করা যায় না। এটি ম্যাক অ্যাপ স্টোরের বৈধ অ্যাপ্লিকেশনের মতো আচরণ করে ব্যবহারকারীদের সন্দেহ কমিয়ে ফেলে। একবার কম্পিউটারে প্রবেশ করলে এটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, এমনকি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চুরি করতে পারে।

নিরাপদ থাকার জন্য কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। প্রথমত, শুধু অ্যাপল অ্যাপ স্টোর থেকে যাচাইকৃত অ্যাপ ডাউনলোড করা উচিত। দ্বিতীয়ত, অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার নিয়মিত আপডেট রাখা প্রয়োজন। 

তৃতীয়ত, সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকা এবং শক্তিশালী অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার করা উচিত। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, অজানা কোনো সফটওয়্যার ইনস্টল করার আগে সতর্ক হতে হবে এবং নিয়মিত সিকিউরিটি চেক করতে হবে। নিরাপত্তাব্যবস্থা জোরদার করে এ ম্যালওয়্যারের ঝুঁকি এড়ানো সম্ভব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম