
প্রিন্ট: ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ এএম
ছবি সম্পাদনার নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩২ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ব্যবহারকারীদের স্ট্যাটাস আপডেটের জন্য স্টিকার ছবি সম্পাদনার একটি আকর্ষণীয় নতুন বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। ম্যাসেজিং অ্যাপটির পরবর্তী আপডেটে এই ফিচার পাওয়া যাবে।
ওয়াবেটাইনফো অনুসারে, মেটা-মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট-মেসেজিং অ্যাপটি বেটা পরীক্ষকদের কাছে আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে এটিকে পরিমার্জন করা হচ্ছে। নতুন ফিচারটি নিয়ে এখনও কাজ চলছে।
নতুন এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা কোনও স্ট্যাটাসে স্টিকার ছবিগুলোর আকার পরিবর্তন করতে পারবে। এসব আকারের মধ্যে, দুটি আয়তক্ষেত্রাকার (ল্যান্ডস্কেপ এবং পোট্রেট), একটি বর্গক্ষেত্র, একটি বৃত্ত, একটি হৃদয় চিহ্ন এবং একটি তারা চিহ্ন রয়েছে।
আয়তক্ষেত্রাকার এবং বর্গাকার আকৃতিগুলো কোলাজ (একাধিক ছবি সংযুক্ত)-এর জন্য কার্যকর হবে। এছাড়া, বৃত্তাকার, হৃদয় এবং তারার আকৃতিগুলো সম্পূর্ণরূপে কার্যকরী নয় বরং সাজসজ্জার উদ্দেশে ডিজাইন করা হয়েছে, যা ব্যবহারকারীদের তাদের স্টিকার ফটোগুলিতে আরও শৈল্পিক এবং দৃষ্টি আকর্ষণীয় স্পর্শ যোগ করতে দেয়।
ব্যবহারকারীরা এই বিভিন্ন আকারের সাহায্যে ভব বিভিন্ন থিম, মেজাজ এবং গল্প বলার শৈলী অনুসারে তাদের স্টিকার ছবিগুলোকে ব্যবহার করতে পারবেন।