Logo
Logo
×

আইটি বিশ্ব

অ্যাপলের এআইনির্ভর নতুন ফোন আইফোন ১৬ই

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৬ পিএম

অ্যাপলের এআইনির্ভর নতুন ফোন আইফোন ১৬ই

ছবি: সংগৃহীত

সাশ্রয়ী মূল্যে এআইনির্ভর স্মার্টফোন আনল অ্যাপল। বুধবার নিজেদের ওয়েবসাইটে ‘আইফোন ১৬ই’ উন্মোচন করেছে কোম্পানিটি, যা মাঝারি পরিসরের স্মার্টফোন; বাজারে অ্যাপলের অবস্থান আরও শক্তিশালী করবে। আইফোন ১৬ই-এর দাম নির্ধারণ করা হয়েছে ৫৯৯ ডলার, যা আইফোন এসই-এর তুলনায় ১৭০ ডলার বেশি হলেও আইফোন ১৬-এর তুলনায় কম। 

এআই সক্ষমতা যুক্ত এই মডেলটি স্যামসাং ও হুয়াওয়ের মতো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতার জন্য উপযুক্ত একটি ডিভাইস। আইফোন ১৬ই-তে ব্যবহৃত হয়েছে অ্যাপলের শক্তিশালী এ১৮ চিপ, যা অ্যাপল ইন্টেলিজেন্স এআই টুলকে স্বাচ্ছন্দ্যে চালাতে সক্ষম। এতে রয়েছে ব্যয়বহুল আইফোনের মতোই উন্নত এআই ফিচার, যা ব্যবহার-কারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। 

যদিও ডিভাইসটি আইফোন এসই-এর আপগ্রেডেড সংস্করণ, তবে এটি ছোট আকারের নয় বরং একটি পরিপূর্ণ ও আধুনিক ডিজাইনযুক্ত মডেল। নতুন ফোনটি বাজারে আসার মাধ্যমে অ্যাপল নিশ্চিত করেছে যে, এআই প্রযুক্তি কেবল তাদের ফ্ল্যাগশিপ ফোনেই সীমাবদ্ধ থাকছে না, বরং বাজেট মডেলেও পৌঁছাচ্ছে। ১৬ ফেব্রুয়ারি থেকে গ্রাহকরা আইফোন ১৬ই প্রি-অর্ডার করতে পারবেন, আর ২৮ ফেব্রুয়ারি থেকে এটি বিক্রি শুরু হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম