Logo
Logo
×

আইটি বিশ্ব

গুগল মেসেজ থেকেও হবে হোয়াটসঅ্যাপ ভিডিওকল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম

গুগল মেসেজ থেকেও হবে হোয়াটসঅ্যাপ ভিডিওকল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনছে গুগল। গুগল মেসেজ থেকেই এবার হোয়াটসঅ্যাপ ভিডিওকল করা যাবে। গুগল মেসেজ অ্যাপটিতে এতদিন পর্যন্ত ভিডিওকলের জন্য কেবল ‘গুগল মিট’ ব্যবহার করা যেত, যা মাত্র এক ঘণ্টা বিনামূল্যে ব্যবহার করা যায়। কিন্তু এখন হোয়াটসঅ্যাপে ভিডিওকলও করা যাবে।

গুগল মেসেজ একটি অ্যাপ, যা মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। আবার ওয়েব ব্রাউজারেও খোলা যাবে। কম্পিউটার বা ল্যাপটপের ওয়েব ব্রাউজারে গুগল মেসেজ খুললে তাতে নিজের অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তার পর সেখান থেকে ভিডিওকলে কথা বলতে চাইলে, গুগল মিটে না গিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে কল করা যাবে। তবে যার সঙ্গে কথা বলতে চাইছেন, তার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকতে হবে। 

গুগলের তরফে জানানো হয়েছে, এখন কেবল ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ভিডিওকল ব্যবহার করতে দেবে গুগল। তবে পরে গ্রুপকলের সুবিধাও আনা হবে। গুগল অ্যাকাউন্ট রয়েছে— এমন যে কেউ-ই এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। আর স্কুল-কলেজের ক্লাস থেকে অফিসের মিটিং কিংবা বন্ধুদের আড্ডা— অনেক কিছুর জন্যই গুগল মিট ব্যবহার করা হতো। কিন্তু এর অসুবিধা হচ্ছে— যার সঙ্গে কথা বলতে চাইছেন, তার গুগল মিট থাকতেই হবে। অথবা তাকে নিজের অ্যাকাউন্ট তৈরি করে গুগল মিট ইনস্টল করতে হবে। আর এই পরিষেবা মাত্র এক ঘণ্টার জন্যই বিনামূল্যে দেওয়া হয়। 

কিন্তু হোয়াটসঅ্যাপে সেই অসুবিধা নেই। এখন প্রায় প্রত্যেকেরই হোয়াটসঅ্যাপ রয়েছে। তাই যদি গুগল মেসেজে অ্যাকাউন্ট তৈরি করে রাখা যায়, তা হলে যতক্ষণ খুশি হোয়াটসঅ্যাপ ভিডিওকল করে কথা বলা বা মিটিং করা যাবে। লাইভ স্ট্রিমিংয়ের সুবিধাও থাকবে। সেই সঙ্গে প্রয়োজনীয় ভিডিওকল বা স্ট্রিমিং গুগল ড্রাইভে সেভ করে রাখাও যাবে। গুগল জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই এ পরিষেবা চালু হয়ে যেতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম