Logo
Logo
×

আইটি বিশ্ব

এবার চাঁদে পাওয়া যাবে ৪জি নেটওয়ার্ক

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮ এএম

এবার চাঁদে পাওয়া যাবে ৪জি নেটওয়ার্ক

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো চাঁদে ৪জি সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে নকিয়া, যা মহাকাশ যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচন করবে। চলতি মাসের শেষে ইনটুইটিভ মেশিনসের একটি মিশনের মাধ্যমে এ প্রযুক্তি চাঁদে পাঠানো হবে।

আগে মহাকাশ যোগাযোগ পয়েন্ট-টু-পয়েন্ট রেডিও প্রযুক্তির ওপর নির্ভরশীল ছিল, যা সীমিত ডেটা আদান-প্রদানের অনুমতি দিত। তবে নাসার আর্টেমিস প্রোগ্রামের অধীনে ২০২৮ সালের মধ্যে মহাকাশচারীদের চাঁদে ফেরত পাঠানো এবং ২০৩০-এর দশকে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা রয়েছে। ফলে উন্নত যোগাযোগব্যবস্থার প্রয়োজনীয়তা বেড়েছে।

নাসার সহযোগিতায় নকিয়া বিশেষভাবে তৈরি ‘নেটওয়ার্ক ইন আ বক্স’ প্রযুক্তি নিয়ে আসছে, যা চাঁদের কঠিন পরিবেশ সহ্য করতে পারবে। এটি ল্যান্ডার ও যানবাহনের মধ্যে সংযোগ স্থাপনে সহায়ক হবে, যদিও এ নেটওয়ার্ক আপাতত কয়েক দিনের জন্য কার্যকর থাকবে। 

ভবিষ্যতে আরও উন্নত ৪জি বা ৫জি নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনাও রয়েছে, যা মহাকাশচারীদের বসবাসযোগ্য স্টেশন ও এক্সিওম স্যুটে সংযুক্ত করা হবে। তবে, বিজ্ঞানীরা উদ্বিগ্ন, চাঁদে সেলুলার নেটওয়ার্ক টেলিস্কোপ পর্যবেক্ষণে বিঘ্ন ঘটাতে পারে। নকিয়া ইতোমধ্যে বিশেষ ফ্রিকোয়েন্সি নির্ধারণের কাজ করছে, যাতে চাঁদের ৪জি নেটওয়ার্ক পৃথিবীর স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম