Logo
Logo
×

আইটি বিশ্ব

এবার ইন্সটাগ্রামে আসছে ডিসলাইক বাটন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৪ এএম

এবার  ইন্সটাগ্রামে আসছে ডিসলাইক বাটন

ছবি: সংগৃহীত

মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম নতুন একটি ডিসলাইক বাটন পরীক্ষা করছে, যা ব্যবহারকারীদের কমেন্টে ডাউনভোট করার সুযোগ দেবে। তবে, এ ডিসলাইক বাটন শুধু কমেন্ট সেকশনে কার্যকর হবে এবং মূল কনটেন্টে প্রযোজ্য হবে না। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, ডিসলাইক বাটনের সংখ্যা প্রকাশ করা হবে না, তবে এটি কমেন্ট র‌্যাংকিংয়ে অবদান রাখবে। এটি রেডিটের ডাউনভোট বাটনের মতো কাজ করবে।

ফিচারটির মূল উদ্দেশ্য হলো ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনের মান উন্নত করা, যাতে অপছন্দনীয় বা অপ্রাসঙ্গিক মন্তব্য সহজে চিহ্নিত করা যায়। বর্তমানে, এটি শুধু সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও বিস্তৃতভাবে চালু হবে। ইনস্টাগ্রামের এ পরিবর্তন টিকটক এবং অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ফিচারগুলোর অনুকরণে আসছে, যেখানে ভিডিও এডিটিং অ্যাপ এবং রিলসের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম