Logo
Logo
×

আইটি বিশ্ব

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফিরছেন বোয়িং নভোচারীরা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৫ এএম

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফিরছেন বোয়িং নভোচারীরা

ছবি: সংগৃহীত

বোয়িং নভোচারীদের অবশেষে পৃথিবীতে ফেরার সময় নির্ধারিত হয়েছে। আট মাসেরও বেশি সময় মহাকাশে থাকার পর, নাসা জানিয়েছে যে বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে ফিরে আসবেন।

মূলত, স্টারলাইনারের প্রপালশন সমস্যার কারণে তাদের ফিরে আসা বিলম্বিত হয়। তাদের ফেরার জন্য ‘আইএসএস ক্রু-১০’ মিশন ১২ মার্চ পৃথিবী ত্যাগ করবে, এবং বুচ-সুনি ‘আইএসএস ক্রু-৯’ মিশনের সঙ্গে পৃথিবীতে ফিরবেন। এ দীর্ঘ সময় মহাকাশে কাটানোর মধ্যেও সুনিতা নতুন রেকর্ড গড়েছেন, একজন নারী হিসাবে সর্বোচ্চ সময় মহাকাশে হাঁটার কৃতিত্ব অর্জন করেছেন। তবে তাদের ফিরিয়ে আনার বিষয়টি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেসএক্সের সিইও ইলন মাস্ককে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং বিলম্বের জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করেন। মাস্কও এক্স-এ (আগে টুইটার) পোস্টে বাইডেন প্রশাসনকে দায়ী করে দ্রুত ফেরানোর প্রতিশ্রুতি দেন। নভোচারীরা ফ্লোরিডায় অবতরণ করবেন, যা আবহাওয়ার ওপর নির্ভর করবে। তাদের স্থলাভিষিক্ত হবেন নাসা, জাপান ও রাশিয়ার নতুন নভোচারীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম