Logo
Logo
×

আইটি বিশ্ব

আন্ডারওয়াটার ফটোগ্রাফির নতুন দিগন্ত

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৮ এএম

আন্ডারওয়াটার ফটোগ্রাফির নতুন দিগন্ত

ছবি: সংগৃহীত

স্মার্টফোন প্রযুক্তির অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করেছে অপো রেনো১৩ সিরিজ। পূর্বাচলের শিমুলিয়া থেকে নরসিংদীর ঘোড়াশাল পর্যন্ত শীতলক্ষ্যা নদীতে নৌবিহারের মাধ্যমে নতুন দুটি ফ্লাগশিপ ফোনের মোড়ক উন্মোচন করে প্রতিষ্ঠানটি। 

রেনো১৩ এফ ও রেনো১৩ ৫জি ফোন দুটি তাদের অত্যাধুনিক এআই প্রযুক্তি, শক্তিশালী ক্যামেরা এবং অসাধারণ পারফরম্যান্স দিয়ে গ্রাহকদের নজর কেড়েছে। অপো রেনো১৩ সিরিজের অন্যতম আকর্ষণ হলো আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স ফিচার, যা পানির নিচে ২ মিটার পর্যন্ত ৩০ মিনিট ধরে স্পষ্ট ছবি ও ভিডিও ধারণের সুযোগ দেয়। 

নৌ-কর্মশালায় ফোনটির ওয়াটারপ্রুফ বৈশিষ্ট্য সরাসরি প্রদর্শিত হয়। অপো বাংলাদেশের পণ্য ব্যবস্থাপক এমএ রাকিব জানিয়েছেন, এ ফোনটি এমন প্রযুক্তি ব্যবহার করে, যা ছবির স্থায়িত্ব বজায় রাখে এবং মোশন ব্লার কমিয়ে দেয়। গেমার ও স্ট্রিমারদের জন্য এতে রয়েছে এআই লিংকবুস্ট ২.০, যা দুর্বল নেটওয়ার্ক এলাকায়ও স্থিতিশীল সংযোগ নিশ্চিত করে। 

এছাড়া, ‘ও+ কানেক্ট’ অ্যাপের মাধ্যমে অপো ডিভাইস ও আইওএস প্ল্যাটফর্মের মধ্যে সহজেই ফাইল শেয়ার করা যাবে। অপো রেনো১৩ এফ ও রেনো১৩ ৫জি যথাক্রমে ৩৪,৯৯০ ও ৬৯,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে, যেখানে প্রি-অর্ডারের মাধ্যমে ব্যবহারকারীরা বিশেষ অফার উপভোগ করতে পারবেন। স্মার্টফোনপ্রেমীদের জন্য এটি হতে পারে একটি দুর্দান্ত সংযোজন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম