Logo
Logo
×

সারাদেশ

সহজে অঙ্ক শিখিয়ে জনপ্রিয় হয়ে উঠছে ‘রিয়াজ ইজি ম্যাথ’

Icon

ইকবাল হোসেন সুমন, বুড়িচং (কুমিল্লা)

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৯ পিএম

সহজে অঙ্ক শিখিয়ে জনপ্রিয় হয়ে উঠছে ‘রিয়াজ ইজি ম্যাথ’

রিয়াজ ইজি ম্যাথ, রিয়াজ আহাম্মদের নেতৃত্বে পরিচালিত একটি উদ্ভাবনী অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম; যা গত দুই-তিন মাসের মধ্যে দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

গত ২৮ দিনে দেড় কোটিরও অধিক দর্শক প্লাটফর্মটিতে গণিতের ভিডিও দেখেছেন। এক লাখ অনুসারী নতুনভাবে প্লাটফর্মটিতে যুক্ত হয়েছেন- যা অনলাইন শিক্ষা প্লাটফর্মের ক্ষেত্রে একটি বিরল অর্জন। প্ল্যাটফর্মটি অনলাইন শিক্ষা এবং ছাত্র-শিক্ষক সম্পৃক্ততায় এক নতুন মাত্রা যোগ করেছে। 

সাধারণত শিক্ষার্থীদের বেশিরভাগই গণিতকে ভয় পায়, তবে রিয়াজ ইজি ম্যাথ গণিতের সহজ ও চমকপ্রদ সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের সেই ভয় দূর করতে এক নতুন আলোকবর্তিকা হয়ে উঠেছে। তাই অল্প সময়ের মধ্যেই প্লাটফর্মটি শিক্ষার্থীর মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। 

শুধু শিক্ষার্থী নয়, অভিভাবক, ব্যবসায়ী, প্রবাসীরাও এই প্লাটফর্মের গণিতের মজার মজার সমাধানের ভিডিও দেখে মুগ্ধ হচ্ছেন এবং এই প্লাটফর্ম থেকে গণিত শিখছেন। 

বাংলাদেশের শিক্ষার্থী ছাড়াও ভারত, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও বাংলা ভাষাভাষী মানুষ এই প্লাটফর্মে যুক্ত হচ্ছেন ও গণিত শিখছেন।

প্লাটফর্মটি পাঠদানের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টবোর্ড ব্যবহার করছে, যাতে প্রয়োজনীয় চিত্র প্রদর্শনের মাধ্যমে গণিতের কঠিন সমস্যার সমাধান সহজে বোধগম্য করা সম্ভব হচ্ছে।

প্লাটফর্মটির লক্ষ্য হচ্ছে বাংলাদেশ তথা বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে গণিতের সৌন্দর্য তুলে ধরা ও বেসিক থেকে গণিত শিখিয়ে মানুষের মনোজগতে চিন্তা শক্তির বিকাশ ঘটিয়ে বিজ্ঞানমনস্ক জাতি তৈরি করা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম