Logo
Logo
×

আইটি বিশ্ব

হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ানস’ মেসেজে ঝুঁকি, যেভাবে সতর্ক হবেন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩১ পিএম

হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ানস’ মেসেজে ঝুঁকি, যেভাবে সতর্ক হবেন

ছবি: সংগৃহীত

মেসেজিংঅ্যাপ হিসাবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা একই রকম অটুট থাকে। কিন্তু ঝুঁকিও লুকিয়ে রয়েছে মেটার এই অ্যাপে। যেমন ‘ভিউ ওয়ানস’ ফিচার। ছবি, ভিডিও ও ভয়েস মেসেজ পাঠানোর অত্যন্ত পছন্দের একটি অপশন। অথচ সেই অপশনই ডেকে আনতে পারে বিপদ। 

ওই ফিচারেই ‘ঝুঁকি’ দেখছেন বিশেষজ্ঞরা। কেননা, সেই অপশনটি হচ্ছে— একবার দেখার পর মেসেজটি মুছে যাওয়ার পরও তা দেখে ফেলার সুযোগ রয়েছে। তবে এই ‘লুপহোল’ অবশ্য কেবল আইফোনেই রয়েছে। জেনে নিন কীভাবে ভিউ ওয়ানস মেসেজ মুছে যাওয়ার পরও সেটি দেখতে পাবেন।

হোয়াটসঅ্যাপে গিয়ে সেটিংসে যান। সেখান থেকে স্টোরেজ অ্যান্ড ডেটা। তারপর ম্যানেজ স্টোরেজ। এরপর স্ক্রোল ডাউন করে সেই কনট্যাক্টসে যান, যাকে আপনি ভিউ ওয়ানস বার্তাটি পাঠিয়েছেন। সেই নামে ট্যাপ করে বেছে নিন সর্ট বাই। তারপর বেছে নিন নিউয়েস্ট ফার্স্ট। এখান থেকে ভিউ ওয়ানস দৃশ্যমান হলে সেটিকে ফের অ্যাক্সেস করতে পারেন।

আর এ বিষয়টিই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। কেননা, বহু স্পর্শকাতর ডেটা পাঠানোর সময় এই অপশন ব্যবহার করেন ইউজাররা। তারা জানেন একবার দেখার পরই সেটি মুছে যাবে। কোনোভাবেই আর তা দেখা সম্ভব নয়; কিন্তু এখন দেখা যাচ্ছে— বিষয়টি তা নয়, বরং অনায়াসেই সেটি দেখা যাচ্ছে, যা নিয়ে বাড়ছে উদ্বেগ-শঙ্কা। তাই দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেবে হোয়াটসঅ্যাপ। ততক্ষণ পর্যন্ত আইফোনে এ ধরনের বার্তা পাঠানোর সময় সাবধান। যদি দেখেন বিষয়টি স্পর্শকাতর, তাহলে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর তেমন মেসেজ না পাঠানোই ভালো। অন্যথায় ঝুঁকি থেকেই যাবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম