Logo
Logo
×

আইটি বিশ্ব

বড় পরিবর্তন আসছে হোয়াটসঅ্যাপে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০০ পিএম

বড় পরিবর্তন আসছে হোয়াটসঅ্যাপে

ছবি: সংগৃহীত

সকাল, দুপুর কি রাত—ফোনের স্ক্রিন খুলেছেন তো, ঢু মেরে আসতে হয় হোয়াটসঅ্যাপে। মেসেজিংয়ের জন্য বড় জায়গা  করে নিয়েছে অ্যাপটি। ভিডিও, অডিও কিংবা ডকুমেন্টস সহজেই পাঠানো যায় বলে হোয়াটসঅ্যাপকে অনেকেই বেছে নেন। ব্যবহারকারীর কথা মাথায় রেখে নিয়মিত ফিচার আনছে অ্যাপটিও।

বিশ্বের শীর্ষস্থানীয় মেসেজিং অ্যাপটিতে মেটা আরও পরিবর্তন এনেছে। সেই পরিবর্তনে ব্যবহারকারীদের কাছে আরও প্রিয় হয়ে উঠবে অ্যাপটি। নতুন আপডেটটি ভয়েস ও ভিডিও দুই কলের জন্যই। এবার থেকে কোনও গ্রুপ কল করতে চাইলে অংশগ্রহণকারীদের বেছে নিতে পারবেন। সেই কলের শর্টকাটও তৈরি করা যাবে (মোবাইল, ওয়েব দুই সংস্করণেই)। 

এতটুকুই সবটুকু নয়! এর পাশাপাশি ইফেক্ট ও ফিল্টারও যোগ করতে পারা যাবে ভিডিও কলে। ঠিক যেমন ইনস্টাগ্রামে করা যায়। কাস্টমাইজ করা যাবে ব্যাকগ্রাউন্ডও। ভিডিওর রেজলিউশনও আগের থেকে অনেকটাই উন্নত।

কিভাবে পাবেন এই পরিবর্তন

নতুন ফিচারগুলোর সুবিধা পেতে হলে অবশ্যই আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপের সবশেষ সংস্করণটি থাকতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে আপডেট করতে হবে হোয়াটসঅ্যাপ। তাহলেই হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম