Logo
Logo
×

আইটি বিশ্ব

ফোনের মেয়াদ শেষ কিনা বুঝবেন যেভাবে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ এএম

ফোনের মেয়াদ শেষ কিনা বুঝবেন যেভাবে

ছবি: সংগৃহীত

সেই যে ফোন কিনলেন, এরপর থেকে দু-একবার সার্ভিসিং করালেও ফোন চলতেই আছে! কখনও কি ভেবেছেন, ফোনের মেয়াদ ফুরালো কিনা? কোনো জিনিসের মেয়াদ শেষ হওয়ার অর্থ হল জিনিসটি আর ব্যবহারযোগ্য নয়। স্মার্টফোনের ক্ষেত্রেও তেমন। মেয়াদ শেষ হওয়ার তারিখ আনুষ্ঠানিকভাবে ঠিক করা হয়নি। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যা থেকে জেনে নেওয়া যায় ফোন বদলানোর সময় এসেছে।

একটি স্মার্টফোনের জীবন মেয়াদ

বাজারে পাওয়া যায় এমন একটি ভালো ব্র্যান্ডের স্মার্টফোন বছরের পর বছর কাজ করবে। স্মার্টফোনে এই ধরনের চিপ এবং যন্ত্রাংশ ব্যবহার করা হয় যা দীর্ঘ সময় ধরে চলে, যদি কেউ ফোনটি যত্ন সহকারে ব্যবহার করেন। অনেক ফোন কোনো সমস্যা ছাড়াই ৮ থেকে ১০ বছর ধরে চলে। তবে মাঝে মাঝে এর ব্যাটারি পরিবর্তন করতে হতে পারে।

বর্তমানে স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বেশ কৌশলী। বেশিরভাগ কোম্পানি দুই থেকে তিন বছর পর স্মার্টফোনে সফটওয়্যার আপডেট দেওয়া বন্ধ করে দেয়। যার কারণে পুরোনো স্মার্টফোন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে এবং স্মার্টফোন পরিবর্তন করতে হয়।

বর্তমানে স্মার্টফোনের গড় আয়ু ২.৫ বছর। তবে কিছু ডিভাইসের জন্য সময় কম-বেশি হতে পারে। বলা হয় যে, একটি আইফোনের আয়ু প্রায় ৪ থেকে ৮ বছর হতে পারে, একটি স্যামসাং ফোনের আয়ু ৩ থেকে ৬ বছর এবং একটি গুগল পিক্সেলের আয়ু ৩ থেকে ৫ বছর হতে পারে। যদিও এটা পুরোপুরি নির্ভর করে আপনি কিভাবে আপনার ফোন ব্যবহার করেন তার উপর।

সূত্র: মেক অব ইউজ

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম