Logo
Logo
×

আইটি বিশ্ব

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২ এএম

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

গ্রাহকের জন্য এন্তার সুবিধা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। তবে কতৃপক্ষ এখনও অ্যাপটিতে কল রেকর্ড অপশনটি রাখেনি। সেই কারণে নানা ঝক্কিও পোহাতে হয়। রেকর্ড থাকে না কল, গুরুত্বপূর্ণ কলগুলোও রাখা যায় না সংরক্ষণে।

তবে মেসেজিংয়ের ক্ষেত্রে অন্যতম হয়ে ওঠা হোয়াটঅ্যাপের কল রেকর্ডের আলাদা একটি পদ্ধতি আছে। যদিও এটি অ্যাপসের কোনো সেটিংস নয়। পুরোটাই বাইরের। তবুও কাজে আসবে বেশ!

কল রেকর্ডের বড় সমস্যাটি এক তুড়িতেই মিটে যাবে এবার। এই নির্দেশনা মেনে চাইলেই ভিডিও কিংবা অডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারবেন—

  • প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। কাউকে কল বা ভিডিও কল করুন।
  • এবার ফোনের কুইক সেটিং বা কন্ট্রোল সেন্টারে যান। সেখানেই পাবেন স্ক্রিন রেকর্ডিং বাটন।
  • অন করলে শুরু হয়ে যাবে রেকর্ডিং। ফোন শেষ হলেই বন্ধ হবে রেকর্ডিং।
  • এবার রেকর্ডিংটি সেইভ করে নিলেই গ্যালারিতে তা মিলবে। প্রয়োজনে তা শুনেও নিতে পারবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম