ডিজিটাল খাতের সেরা পারফর্মারদের সম্মাননা দিল রবির বিডিঅ্যাপস
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৮ পিএম
দেশের ডিজিটাল খাতের বিকাশে তরুণ পারফর্মারদের অবদানের স্বীকৃতি স্বরূপ রবি আজিয়াটা আয়োজন করেছে ‘বিডি অ্যাপস অ্যাওয়ার্ড নাইট’। শুক্রবার রবির মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম বিডি অ্যাপস এটি আয়োজন করে। ঢাকার লেকশোর হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সেরা ক্যাম্পাস অ্যাম্বাসাডর ও শি-স্কোয়াড লিডারদের সম্মাননা প্রদান করে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে রবির ডিজিটাল ভিএএস ও নিউ বিজনেস বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শফিক শামসুর রাজ্জাক, প্রোগ্রামিং হিরোর সহ-প্রতিষ্ঠাতা আবদুর রাকিব, ই-কুরিয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা বিপ্লব ঘোষ রাহুল এবং মিয়াকির প্রধান নির্বাহী তানিম ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন অতিথিরা।
২০২১ সালে শুরু হওয়া ক্যাম্পাস অ্যাম্বাসেডর কর্মসূচি এখন ১২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে চলছে। এর মাধ্যমে হাজারও শিক্ষার্থী ডেভেলপার বিডি অ্যাপসের সঙ্গে যুক্ত রয়েছে।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা তিন পারফর্মারকে যথাক্রমে একটি উন্নত মানের ল্যাপটপ (ম্যাক বুক এয়ার), স্মার্টফোন ও স্মার্ট ঘড়ি প্রদান করা হয়। এ ছাড়া, শীর্ষ দশজনকে বিভিন্ন প্রযুক্তি পণ্য উপহার দেওয়া হয়। পাশাপাশি, সকল অ্যাম্বাসেডরকে ২০২৪ সালে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ সনদপত্র প্রদান করা হয়।
অন্যদিকে নারী ডেভেলপারদের সক্ষমতা বৃদ্ধিতে এ কর্মসূচির মাধ্যমে ৬০ জন শি-স্কোয়াড লিডার এক হাজার ৭৫০ জনের বেশি নারী ডেভেলপারকে প্রশিক্ষণ দিয়েছে। ২০২৪ সালের সেরা শি-স্কোয়াড পারফর্মাররা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণ পুরস্কার অর্জন করেছেন। পাশাপাশি, নতুন ৭০ জন নতুন শি-লিডার যুক্ত হওয়ায় প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী হচ্ছে।