Logo
Logo
×

আইটি বিশ্ব

অ্যাপল ইন্টেলিজেন্সে আসছে নতুন ভাষা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪ পিএম

অ্যাপল ইন্টেলিজেন্সে আসছে নতুন ভাষা

ছবি: সংগৃহীত

অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ আরও বিস্তৃত হতে চলেছে। গত সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজের সঙ্গে এটি উন্মোচন করা হলেও প্রাথমিকভাবে কেবল ইংরেজি ভাষায় কাজ করত এবং নির্দিষ্ট কিছু দেশে সীমাবদ্ধ ছিল। 

তবে ২০২৪ সালের এপ্রিল থেকে এটি নতুন আটটি ভাষায় সমর্থন পাবে বলে ঘোষণা দিয়েছেন অ্যাপল সিইও টিম কুক। কুক জানান, নতুন আপডেটের মাধ্যমে ফরাসি, জার্মান, ইতালিয়ান, পর্তুগিজ, স্প্যানিশ, জাপানি, কোরিয়ান ও চীনা ভাষা যুক্ত হচ্ছে। পাশাপাশি, সিঙ্গাপুর ও ভারতের স্থানীয় ইংরেজি ভাষাও এতে অন্তর্ভুক্ত হবে। 

অ্যাপলের অফিসিয়াল সাপোর্ট পেজ অনুযায়ী, অতিরিক্তভাবে ভিয়েতনামি ভাষাও নতুন আপডেটে যুক্ত হতে যাচ্ছে। বর্তমানে অ্যাপল ইন্টেলিজেন্স কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় ব্যবহারযোগ্য। 

এটি ব্যবহারের জন্য আইফোনে iOS 18.2, আইপ্যাডে iPadOS 18.2 এবং ম্যাক ডিভাইসে macOS Sequoia 15.2 বা তার পরবর্তী সংস্করণ থাকতে হবে। নতুন ভাষার অন্তর্ভুক্তি অ্যাপলের বাজার সম্প্র্রসারণ এবং বৈশ্বিক ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক অভিজ্ঞতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম