
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০৬:৫০ পিএম
লক্ষণ দেখা দেওয়ার আগেই এআই টুলে শনাক্ত করা যাবে হার্টঅ্যাটাক

আইটি ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৯:৪০ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
লক্ষণ দেখা দেওয়ার আগেই শনাক্ত করা যাবে হৃদরোগ। যুক্তরাজ্যে এমনই একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারের পরীক্ষা চালানো হয়েছে। ব্র্যাডফোর্ড শহরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের মাধ্যমে হৃদরোগের একটি মারাত্মক ধরনের, অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন (এএফ), শনাক্ত করা হয়েছে।
এ টুলটি জিপি রেকর্ড বিশ্লেষণ করে রোগীর হৃদরোগের ঝুঁকি নির্ধারণ করতে সক্ষম। এএফ হলো এমন একটি অবস্থা যেখানে হৃদস্পন্দন অনিয়মিত ও দ্রুত হয়ে যায়, যার ফলে স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়।
জন পেনজেলি নামে এক ব্যক্তির শরীরে এ এআই টুলের মাধ্যমে এএফ শনাক্ত হয় এবং তিনি এখন নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। এআই টুলটি জিপি রেকর্ডে থাকা তথ্য যেমন বয়স, লিঙ্গ, রক্তচাপ, ডায়াবেটিস ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা বিশ্লেষণ করে ঝুঁকি নির্ধারণ করে।
এ প্রযুক্তি হৃদরোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে সহায়ক হতে পারে, যা স্ট্রোক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
‘লিডস টিচিং হসপিটালস এনএইচএস ট্রাস্ট’-এর ড. রমেশ নাদারাজাহ বলেছেন, আশা করা হচ্ছে, ওয়েস্ট ইয়র্কশায়ারের এ গবেষণা যুক্তরাজ্যব্যাপী ট্রায়ালের পথ খুলে দেবে। ফলে এড়ানো সম্ভব এমন বিভিন্ন স্ট্রোক ঠেকাতে সাহায্য করবে এটি।