Logo
Logo
×

আইটি বিশ্ব

কোয়াসারের অদ্ভুত রহস্য দেখাল হাবল

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ এএম

কোয়াসারের অদ্ভুত রহস্য দেখাল হাবল

ছবি: সংগৃহীত

মহাকাশ গবেষণা সংস্থা নাসার হাবল স্পেস টেলিস্কোপের উল্লেখযোগ্য কার্যকলাপ দেখেছে বিশ্ব। ‘হাবল স্পেস টেলিস্কোপ সাধারণ মানুষকে বিভিন্ন আবিষ্কারে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। হাবল টেলিস্কোপের তোলা ছবিগুলো সংস্কৃতির অংশ হয়ে গেছে। 

এবার নাসার হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে কোয়াসারের কোরকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। মহাবিশ্বের উজ্জ্বলতম বস্তুগুলোর অন্যতম কোয়াসার। 

কারণ, এর কেন্দ্রে রয়েছে ব্ল্যাক হোল, যা এদের আশপাশের বিভিন্ন উপাদানকে প্রতিনিয়ত গ্রাস করে চলেছে। নতুন এ গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ফ্রান্সের ‘কোত দ্য’জুর’ মানমন্দিরের জ্যোতির্বিজ্ঞানী বিন রেন, যেখানে উন্মোচিত হয়েছে কোয়াসারের আশপাশের এক অদ্ভুত কাঠামো। যার মধ্যে রয়েছে রহস্যময় এক এল-আকৃতির ফিলামেন্ট ও বিভিন্ন আকারের বেশ কয়েকটি ব্লকের মতো বস্তু। 

বিজ্ঞানীদের ধারণা, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপও নিজের শক্তিশালী ইনফ্রারেড সক্ষমতার মাধ্যমে ভবিষ্যতে ‘৩সি ২৭৩’-এর মতো কোয়াসার সম্পর্কে আরও তথ্য প্রকাশ করবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম