Logo
Logo
×

আইটি বিশ্ব

স্পেসএক্স ও ব্লু অরিজিনের সঙ্গে চুক্তি চাঁদে কার্গো পাঠাবে নাসা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৬ পিএম

স্পেসএক্স ও ব্লু অরিজিনের সঙ্গে চুক্তি চাঁদে কার্গো পাঠাবে নাসা

ছবি : সংগৃহীত

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের আর্টেমিস মিশনে কার্গো ল্যান্ডার পাঠানোর পরিকল্পনা করছে। সে লক্ষ্যে রকেট কোম্পানি স্পেসএক্স ও ব্লু অরিজিনকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। এ ছাড়া, সেসব ল্যান্ডার ব্যবহার করে চাঁদে ভারী যন্ত্রপাতি বহনের পরিকল্পনা করার ঘোষণাও দিয়েছে।

ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্স-এর স্টারশিপ কার্গো ল্যান্ডার ব্যবহার করে চাঁদে একটি রোভার পাঠাতে চায় সংস্থাটি, তবে সেটা ২০৩২ সালের আগে বাস্তবায়নের ‘সম্ভাবনা কম’।

আর জেফ বেজোসের ব্লু অরিজিনের কাঁধে পড়েছে চাঁদের পৃষ্ঠে বাসযোগ্য জায়গা খোঁজার কাজ, যা ২০৩৩ সালের আগে বাস্তবায়নের সম্ভাবনা নেই।

নাসা বলছে, তারা সামনের বছরের শুরুর দিকে স্পেসএক্স ও ব্লু অরিজিনের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবনা পাঠাবে।

নাসার ‘মুন টু মার্স’ প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্টেটর স্টিফেন ডি. ক্রিচ বলনে, চাঁদে ল্যান্ডার তৈরির জন্য দুটি কোম্পানিকে নিয়োগ দেওয়ার মাধ্যমে ক্রু ও কার্গো অবতরণের সক্ষমতায় নতুন মাত্রা যোগ হবে, যেখানে চাঁদে মিশন পরিচালনা করার নতুন বৈজ্ঞানিক সুযোগ মিলবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম