ছবি : সংগৃহীত
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ এ সপ্তাহে তার স্ত্রী প্রিসিলা চ্যানকে একটি বিশেষ উপহার দিয়েছেন। সেসঙ্গে ভক্তদেরও চমকে দিয়েছেন তিনি। জাকারবার্গ প্রকাশ করেছেন নতুন একটি গান। এটি ২০০০ সালের জনপ্রিয় গান ‘গেট লো’-এর রিমিক্স।
গানটি মুক্তি পেয়েছে ‘জেড-পেইন’ নামে। অর্থাৎ জাকারবার্গ ও টি-পেইন, দুজনের নামের অংশ যোগ করে গানটিকে প্রকাশ্যে আনা হয়েছে। গানটির মজার লিরিক্সে ক্লাবে যাওয়া এবং সিকিউরিটি গার্ডের সঙ্গে দেখা করার মতো হাস্যকর মুহূর্ত রয়েছে। এটি প্রিসিলার সঙ্গে তার সম্পর্কের প্রতি একটি খোলামেলা এবং মজাদার শ্রদ্ধা নিবেদন বলেও জানান তিনি।
গানটি জাকারবার্গ এবং প্রিসিলা চ্যানের জন্য বিশেষ অর্থ বহন করে। সেই কথা ইনস্টাগ্রামে জাকারবার্গ নিজেই জানিয়েছেন। তিনি লেখেন, এটি সেই গান ছিল যা প্রথমবার তিনি প্রিসিলাকে কলেজ পার্টিতে দেখা হওয়ার সময় বাজছিল। তারপর থেকে, এই গানটি তাদের সম্পর্কের একটি অংশ হয়ে ওঠে এবং প্রতি বছর তারা তাদের প্রথম ডেটের দিনটাকে উদযাপন করার সময় শোনেন। জাকারবার্গ তাদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তোলা একটি ছবি এবং স্টুডিওতে কাজ করার কিছু দৃশ্যও শেয়ার করে পোস্টটি দিয়েছেন।
জানা গেছে, প্রিয় সঙ্গীর কাছ থেকে পাওয়া এই সারপ্রাইজটি পছন্দ করেছেন প্রিসিলা। এটিকে ‘খুব রোমান্টিক’ বলে মন্তব্য করেছেন তিনি। মজা করে বলেনম, ‘বিশ বছর পর আমি আর আগের মতো ‘লো’ যেতে পারি না। তবে এটি অনেক সুন্দর স্মৃতি মনে করিয়ে দেয়।’
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দেখা হওয়ার পর, এই দম্পতি নিজেদের মধ্যে অনেক ভালোবাসা এবং ইতিহাস শেয়ার করেছেন তাদের ভক্তদের সঙ্গে।
তিনি লেখেন, এটি সেই গান ছিল যা প্রথমবার তিনি প্রিসিলাকে কলেজ পার্টিতে দেখা হওয়ার সময় বাজছিল। তারপর থেকে, এ গানটি তাদের সম্পর্কের একটি অংশ হয়ে ওঠে এবং প্রতি বছর তারা তাদের প্রথম ডেটের দিনটাকে উদযাপন করার সময় শোনেন। জাকারবার্গ তাদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তোলা একটি ছবি এবং স্টুডিওতে কাজ করার কিছু দৃশ্যও শেয়ার করে পোস্টটি দিয়েছেন।
জানা যায়, প্রিয় সঙ্গীর কাছ থেকে পাওয়া এ সারপ্রাইজটি পছন্দ করেছেন প্রিসিলা। এটিকে ‘খুব রোমান্টিক’ বলে মন্তব্য করেছেন তিনি।