ছবি: সংগৃহীত
মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়তে থাকায় গত অক্টোবরে চীনের চিপ উৎপাদন ধীরগতি দেখা দিয়েছে। মন্থরগতির আইসি উৎপাদন দেশটির অভ্যন্তরীণ সেমিকন্ডাক্টর খাতে চাহিদা কম থাকার ইঙ্গিত দেয়।
খাতসংশ্লিষ্টরা বলছেন, বাইডেন প্রশাসনের শেষ দুই মাসে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার জন্য প্রস্তুতি নিচ্ছে চীনা কোম্পানিগুলো। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।
চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) প্রকাশিত শুক্রবারের তথ্যানুযায়ী, অক্টোবরে চীনের আইসি উৎপাদন গত বছরের একই মাসের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এ সময় মোট উৎপাদন পৌঁছেছে ৩ হাজার ৫৯০ কোটি ইউনিটে।
তবে সংখ্যাটি সেপ্টেম্বরে উৎপাদিত ৩ হাজার ৬৭০ কোটি ইউনিটের তুলনায় কিছুটা কম। ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি উৎপাদনের পরিমাণ সেমিকন্ডাক্টর উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ পরিমাপ বা সূচক। এগুলোর উৎপাদন ট্র্যাক করা সেমিকন্ডাক্টর শিল্পের সামগ্রিক অবস্থা ও আকার বোঝার জন্য সহায়ক।