ছবি আসল নাকি নকল দেখে নিতে পারবেন হোয়াটসঅ্যাপেই
আইটি ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম
ছবি: সংগৃহীত
সামাজিক মাধ্যম হাতে থাকা মানেই গোটা দুনিয়া হাতের মুঠোয় থাকা। কেননা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে নিজের ঘরে বসে এক মুহূর্তে পৌঁছে যাওয়া যায় বিশ্বের যে কোনো প্রান্তে। তবে এই ইন্টারনেটের হাত ধরেই ছড়িয়ে পড়ে অনেক ভূয়া ছবি বা তথ্য। এই সমস্যা সমাধানে এবার নতুন ফিচার নিয়ে আসলো টেক জায়ান্ট মেটার মালিকাধীন হোয়াটসঅ্যাপ।
পরীক্ষামূলকভাবে চালু হয়েছে নতুন ফিচার, যার মাধ্যমে সহজেই দেখে নিতে পারবেন আপনার কাছে আসা ছবিটি আসল নাকি ভূয়া! শীঘ্রই সকলের জন্য চালু হবে এই ফিচার। জানা যায়, এই নতুন ফিচারটির নাম ‘Search On web’।
কীভাবে কাজ করবে এটি?
ধরুন আপনাকে কেউ একটি ছবি পাঠিয়েছে। সেই চ্যাটটি ওপেন করে ডানদিকে থাকা থ্রি ডট মেনুতে যেতে হবে। সেখানেই দেখতে পাবেন ‘Search On web’। সেখানেই আপনি সরাসরি যে কোনো ছবি খুঁজতে পারবেন। এর মাধ্যমে সহজেই দেখে নিতে পারবেন আপনার কাছে আসা ছবিটি আসন নাকি তৈরি করা। তবে এই ছবি সেভ হবে না। সার্চ করা হবে গুগলে। এই বিষয়টা হাতে নেই হোয়াটসঅ্যাপের।
তবে আপাতত শুধু বেটা টেস্টাররা এই ফিচারের সুবিধা পাবেন। সেক্ষেত্রেও হোয়াটসঅ্যাপের সর্বশেষ আপডেট থাকা আবশ্যক।
উল্লেখ্য, সম্প্রতি চ্যাটকে আর সহজ করে তোলার এক ফিচার এনেছে এই মেসেঞ্জিং অ্যাপ। যার নাম ‘লিস্টস’। এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজাতে পারছেনন। যেমন ‘পরিবার’, ‘অফিস’ এমনকি ‘প্রতিবেশী’ ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে। যারা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাদের জন্য এই ফিচারটি অত্যন্ত লাভজনক হবে বলেই মনে করা হচ্ছে।