Logo
Logo
×

আইটি বিশ্ব

নতুন রূপে আসছে হোয়াটসঅ্যাপ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৪, ১২:৫৬ পিএম

নতুন রূপে আসছে হোয়াটসঅ্যাপ

জনপ্রিয় যোগাযোগ প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে আসছে চমকপ্রদ পরিবর্তন। লোগো, কালার থেকে ব্যবহারকারীর ইন্টারফেস সবকিছুতেই লাগছে পরিবর্তনের ছোঁয়া। 

প্রযুক্তিনির্ভর সাইটগুলোর বরাতে জানা গেছে, হোয়াটসঅ্যাপে চ্যাট করতে যাতে ব্যবহারকারীদের আরও সুবিধা হয়, সে কারণেই পরিবর্তন আনা হচ্ছে।

প্রকাশিত তথ্যমতে, হোয়াটসঅ্যাপের ডার্ক মোড আরও অন্ধকার হবে। অর্থাৎ এসএমএস পড়তে যাতে সুবিধা হয়, সে কারণে ব্যাকগ্রাউন্ড আরও বেশি অন্ধকারাচ্ছন্ন করা হবে। লাইট মোডের ক্ষেত্রে থাকবে অতিরিক্ত হোয়াইট স্পেস বা সাদা জায়গা এবং লোগোর সবুজ রঙে সামান্য পরিবর্তন আসছে।

এছাড়া চ্যাটস ট্যাবেও অন্যরকমভাবে নজরে আসবে হোয়াটসঅ্যাপ লোগো। আইকন ও বাটন ডিজাইনেও থাকছে চমক। প্রতিটি আইকন খুঁজে পাওয়ার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, সে কারণে ব্যবহৃত হবে বিশেষ হাইলাইট।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম