Logo
Logo
×

আইটি বিশ্ব

যে ৫ নিয়মে এসি চালালে বিদ্যুৎ বিল কম আসবে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ১১:০১ পিএম

যে ৫ নিয়মে এসি চালালে বিদ্যুৎ বিল কম আসবে

গীষ্মকালে প্রচণ্ড গরম থেকে পরিত্রাণের জন্য সামর্থ্যবানরা বাড়িতে এসি ব্যবহার করে থাকেন। দেশের অধিকাংশ কর্পোরেট অফিস এবং মসজিদেও এসি রয়েছে। 

এসি চালালেও বিদ্যুৎ বিল কম আসবে যদি এই ৫টি নিয়ম ফলো করেন-

১. এসি ২৬-২৭ ডিগ্রিতে রেখে চালালে কম্প্রেসারে কম চাপ পড়বে, বিদ্যুৎ সাশ্রয় হবে। 

২. এসি চলার সময় ঘরের দরজা জানালা বন্ধ করে রাখুন, প্রয়োজনে পর্দা টেনে দিন।

৩. ঘরে টিভি, ফ্রিজ ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস থাকলে তা থেকে তাপ নির্গত হয়। রাতে এসি চালানোর আগে এই ধরনের ডিভাইস বন্ধ করে রাখলে বিদ্যুৎ কম খরচ হবে।

৪. অনেকেই রাতে এসি চালিয়ে শুয়ে সকালে শীতে কাঁপতে থাকেন। এ কারণে ঘুম থেকে ওঠার এক দুই ঘণ্টা আগে এসি বন্ধের সময় সেট করে রাখুন। এতে বিদ্যুৎ বিল কম হবে। 

৫. এসি নিয়মিত সার্ভিস করালে এফিসিয়েন্সি বেশি থাকবে, বিদ্যুৎ বিল কম আসবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম