Logo
Logo
×

আইটি বিশ্ব

শিক্ষকতায় ফিরলেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৩, ০৯:০৬ এএম

শিক্ষকতায় ফিরলেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা

আলিবাবা প্রতিষ্ঠার আগে জ্যাক মা’র প্রথম পেশা ছিল শিক্ষকতা। স্নাতক সম্পন্ন করার পর তিনি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়াতেন। আবারও ফিরলেন সেই পেশায়।

ইউনিভার্সিটি অফ টোকিওতে খণ্ডকালীন শিক্ষক হিসাবে পড়ানো শুরু করেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

চীন সরকারের দমন অভিযানে দেশটির শীর্ষস্থানীয় উদ্যোক্তা হিসাবে সুপরিচিত মা বেশ কিছুদিন আগেই ব্যবসায়িক সাম্রাজ্য থেকে সরে এসেছেন। 

শুক্রবার বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়, ব্যবস্থাপনা দর্শন এবং তা থেকে কিভাবে সাফল্য অর্জন করা যায় সেটি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দুই ঘণ্টার সেমিনারে অংশ নেন তিনি।

বিবৃতিতে জানানো হয়, সেমিনারটিতে জ্যাক মা জাপান, চীন, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীদের সঙ্গে ‘উদ্ভাবন ও ব্যবসায় সুযোগ সৃষ্টিতে নেতৃত্ব দেওয়ায় তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান’ তুলে ধরেন।

২০২০ সালের শেষের দিকে চীন সরকারের নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করার পর জনসম্মুখ থেকে অনেকটা হারিয়েই যান বর্ণাঢ্য ও আলোচিত এ শীর্ষ ব্যবসায়ী।

চীনের প্রযুক্তি জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে পরিচিত মা’র হারিয়ে যাওয়া জনমনে নানা প্রশ্নের জন্ম দেয়।

গত পহেলা মে তিনি ইউনিভার্সিটি অফ টোকিওতে অধ্যাপক হিসাবে যোগদান করেন এবং বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল প্রোফাইল বলছে যার মেয়াদকাল ৩১ অক্টোবর ২০২৩।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম