Logo
Logo
×

আইটি বিশ্ব

কুরআনের আয়াতে ভরে গেছে নেতানিয়াহুর ফেসবুক পেজ!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০৮:২৬ এএম

কুরআনের আয়াতে ভরে গেছে নেতানিয়াহুর ফেসবুক পেজ!

ইসরাইলের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলোর ওপর সাইবার হামলা অব্যাহত রয়েছে।

হ্যাকাররা এবার ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফেসবুক পেজ হ্যাক করেছে। খবর মিডলইস্ট মনিটরের।

ইসরাইলি মিডিয়া জানায়, নেতানিয়াহুর ফেসবুক পেজ হ্যাক করে সেখানে প্রচুর কুরআনের আয়াত দিয়ে ভরে ফেলা হয়েছে। সেখানে বহু নোট ছিল ফারসি ভাষায় এবং বাংলা ভাষার একটি ক্লিপও ছিল।

একটি হ্যাকার গ্রুপ ইসরাইলের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার হামলা চালিয়ে অন্তত ৫ লাখ ইউজার-ডেটা চুরি করেছে।

অধিকৃত ভূখণ্ডে সম্প্রতি সিরিজ সাইবার হামলা চালানো হয়েছে। ৫ লাখ ইউজারের ডেটা চুরি ওই সিরিজ সাইবার হামলার সর্বশেষ ঘটনা ।

হিব্রু-ভাষার মিডিয়াগুলো জানিয়েছে 'শার্প বয়েজ' নামের একটি হ্যাকার গ্রুপ গত বুধবার আতিদ (এটিআইডি) প্রতিষ্ঠানটিকে টার্গেট করেছে।

ওই প্রতিষ্ঠানের ডাটা হ্যাক করার পর তারা তার অংশবিশেষ প্রকাশ করে। সেই সঙ্গে তারা চুরি করা তথ্য বিক্রির নোটিশ দেয়। চুরি করা তথ্যের মধ্যে অন্তত ২ লাখ ছাত্রছাত্রীর নাম, আইডি নম্বর এবং ঠিকানা ছিল।

আতিদ একটি ইসরাইলি শিক্ষাপ্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে একটি ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র এবং চারটি প্রকৌশল কলেজ রয়েছে।

এসব প্রতিষ্ঠান অধিকৃত আল-কুদসে গড়ে তোলা হয়েছে। ১৯৯০ সালে এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। প্রতিষ্ঠার পর থেকে আতিদ কয়েক হাজার ব্যক্তিকে ইসরাইলের কর্মকর্তা হিসেবে নির্বাচিত হওয়ার জন্য প্রশিক্ষণ দিয়েছে।

হ্যাকার গ্রুপটি আরও দাবি করেছে, তারা দখলদার ইসরাইলের সামরিক ও পুলিশ বাহিনীতে কর্মরত ব্যক্তিদের নথিসহ ব্যক্তিগত তথ্য হাতে পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় ইসরাইলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক হয়েছে। বুধবার সকালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফেসবুক পেজও হ্যাক করা হয়েছে বলে ইহুদিবাদী মিডিয়া জানিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম