অ্যামাজনে চাকরি হারাচ্ছেন ৯ হাজারেরও বেশি কর্মী
আইটি ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০২:২১ পিএম
ই-কমার্স জায়ান্ট অ্যামাজন চলতি বছরে দ্বিতীয়বারের মতো কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ৯ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করা হবে বলে জানা গেছে।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থার প্রধান নির্বাহী (সিইও) অ্যান্ডি জেসি। ফেসবুক, টুইটার, গুগলের মতো জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে একের পর এক কর্মী ছাঁটাই করা হচ্ছে। এবার সেই পথেই হাঁটছে অ্যামাজনও।
এর আগে, গত জানুয়ারিতে ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল এ প্রতিষ্ঠানটি। তখন চাকরি হারিয়েছেন অনেক কর্মী। সম্প্রতি, ফেসবুকের প্রধান প্রতিষ্ঠান মেটাও বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে। বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় মার্ক জুকারবার্গ এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। শুধু মেটা নয়, এর মধ্যে রয়েছে ডেল, এইচপি ইনকরপোরেশন, হটস্টার ডিজনিসহ আরও অনেক জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠান।