Logo
Logo
×

আইটি বিশ্ব

রোবট অলিম্পিয়াডে দেশের ১৪ খুদে বিজ্ঞানী

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ১০:৩৩ পিএম

রোবট অলিম্পিয়াডে দেশের ১৪ খুদে বিজ্ঞানী

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশের ১৪ খুদে রোবট বিজ্ঞানী। 

রোবটিক্সের মেধা অন্বেষণে এই বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে সারা দেশ থেকে বাছাই করা এই ১৪ শিক্ষার্থী। আগামী ১২ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত থাইল্যান্ডের ফুকেট শহরে অনুষ্ঠিত হবে আইআরওর ২৪তম আসর। 

সোমবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ১৪ সদস্যের প্রতিনিধি দলকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

তারা হলো-উইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা, নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহরুজ মোহাম্মদ আয়মান, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শবনম খান, সানবিমসের শিক্ষার্থী নাশীতাত যাইনাহ্ রহমান, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওমর করিম, চিটাগাং গ্রামার স্কুল-ঢাকার শিক্ষার্থী কাজী মোস্তাহিদ লাবিব, ওয়াইডব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা, ভাঙ্গুড়া পাবলিক স্কুলের শিক্ষার্থী বি. এম হামীম, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাইশা সোবহান মুনা ও সামিয়া মেহনাজ, রাজশাহী কলেজের শিক্ষার্থী সাদিয়া আনজুম পুষ্প, সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষার্থী মার্জিয়া আফিফা পৃথিবী, মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী মাহির তাজওয়ার চৌধুরী এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী আবরার শহীদ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল বাংলাদেশ দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন। গত বছরের মতো এবারও বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দল দেশের জন্য গৌরব বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ড. মোহাম্মদ মেহেদী হাসান এবং মোহাম্মদ সিফাত-ই-আরমান প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম