Logo
Logo
×

আইটি বিশ্ব

সমুদ্রের পেট ফুঁড়ে বেরিয়ে আসছে দানবীয় এক সাপ, ভিডিও ভাইরাল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ০২:০৪ পিএম

সমুদ্রের পেট ফুঁড়ে বেরিয়ে আসছে দানবীয় এক সাপ, ভিডিও ভাইরাল

ছবি: এনডিটিভি

অদ্ভুত সব ভিডিওর দেখা মিলে খুদে ভিডিও প্রকাশের অ্যাপ টিকটকে। অনেক সময় এসব ভিডিও দেখে বিশ্বাস করা অসম্ভব হয়ে পড়ে।

এবার চীনা অ্যাপটিতে এমন এক ভিডিও ভাইরাল হয়েছে, যা বানানো হলেও সবার কাছে সত্যি বলে মনে হবে।

ভিডিওটির প্রথম দেখায় যে কেউ ঘাবড়ে যেতে পারেন। দেখা যাচ্ছে সমুদ্রের পেট থেকে উঠে এসেছে এক অতিকায় সাপ।-খবর এনডিটিভির

তাকে দেখতে সমুদ্রের পাড়ে ভিড় জমিয়েছেন অগণিত মানুষ। প্রথমে মনে হবে, বুঝি সত্যিই এক আশ্চর্য প্রাণী এসে পড়েছে মানব সমাজে।

কিন্তু একটু খেয়াল করে দেখলেই স্পষ্ট বোঝা যায়, এটি আসলে সম্পাদনা করে বানানো। 

সাপটি ফণা মেলে বসে রয়েছে। দুচোখে যেন প্রতিহিংসা। সমুদ্রের পাড়ে দাঁড়ানো সবার চোখে বিস্ময়। অনেকেই ক্যামেরাবন্দি করে রাখছেন মুহূর্তটি। যেন কোনো হলিউডের ছবির চিত্রনাট্য।

এখন পর্যন্ত তিন কোটির বেশি লোক দেখেছেন এটি। লাইক পড়েছে ২০ লাখেরও বেশি। আর মন্তব্য করেছেন ১৩ হাজারেরও বেশি মানুষ।

ভিডিওটি দেখে একজন মন্তব্য করেছেন– প্রথমবার দেখে এই ভিডিওটি সত্যি মনে হয়। কিন্তু দ্বিতীয়বার দেখলে বোঝা যায় এডিট করা হয়েছে।

আরেকজন বলেন, দারুণভাবে এডিটিং করা হয়েছে। দেখে বোঝা দায় ভিডিওটি নকল।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম