এবার স্টার্টআপ ছেড়ে ওরাকলে জয়েন করছেন সেই রুবাবা দৌলা
এম. মিজানুর রহমান সোহেল
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ১০:১৯ এএম
রুবাবা দৌলা। ফাইল ছবি
দেশের টেলিকম খাতের বহুল আলোচিত নারী রুবাবা দৌলা এবার স্টার্টআপ ছেড়ে যোগ দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশনে। বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগপত্র গ্রহণ করতে আগামী সপ্তাহেই তিনি সিঙ্গাপুর যাচ্ছেন।
রুবাবা দৌলার ওরাকলে যোগদানের বিষয়ে ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন। কিন্তু বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ওরাকল বাংলাদেশের অফিশিয়াল পিআর এজেন্সি ইমপ্যাক্ট পিআর-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
ইমপ্যাক্ট পিআর বলছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানের ওরাকল দেখে পাকিস্তানের নোমান। তিনি এ বিষয়ে এখনও কোনো তথ্য জানাননি। এছাড়া বাংলাদেশের ওরাকল বিষয়ে কোনো প্রয়োজন হলে তা পাকিস্তান থেকেই দেখা হয়। এখান থেকে কোনো কিছুই করা হয় না বলে জানিয়েছে পিআর প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে জানতে রুবাবা দৌলার সঙ্গে বহুবার যোগাযোগ করার পর যুগান্তরের কাছে ওরাকলে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, শিগগির আমার যোগদানের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
তবে নিজের সর্বশেষ স্টার্টআপ পালস হেলথকেয়ার সার্ভিসেস রেখে এ বয়সে ওরাকলে যোগদানের বিষয়টি ভাল চোখে দেখছেন না খাত সংশ্লিষ্টরা। কারণ তিনি গ্রামীণফোন ও এয়ারটেল থেকে চাকরি ছাড়ার পর দীর্ঘদিন চাকরি খুঁজে পাচ্ছিলেন না।
এরপর চাকরি না পেয়ে নিজেই ২০১৬ সালে ওয়ান প্লাস নামে একটি স্টার্টআপ শুরু করেন। প্রতিষ্ঠানটি ঘরে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ-বিদেশের ডাক্তারের চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করছিল। তবে রুবাবার সঙ্গে তাঁর পার্টনারের দ্বন্দ্ব হওয়ার কারণে প্রতিষ্ঠানটি আর বেশিদূর যেতে পারেনি।
এরপর নাম বদলে পালস হেলথকেয়ার সার্ভিসেস নামে আরেকটি স্টার্টআপ শুরু করেন রুবাবা দৌলা। তিনি নিজেকে উদ্যোক্তা হিসেবেই প্রতিষ্ঠান করতে কাজ করে দেন। বিভিন্ন অনুষ্ঠান ও গণমাধ্যমেও তিনি স্টার্টআপ প্রতিষ্ঠা করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ বলে উল্লেখ করেন।
নতুন স্টার্টআপ করে কয়েক কোটি টাকা বিনিয়োগও ম্যানেজ করেন রুবাবা। তবে প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি এখানে না থাকলে এই প্রতিষ্ঠানটিও বন্ধ হয়ে যাবে। আবার কমপ্লায়েন্সের কারণে একসঙ্গে দুই প্রতিষ্ঠানে কাজ করারও সুযোগ পাবেন না তিনি।
এ বিষয়ে জানতে রুবাবা দৌলার সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন করা হয়, ওরাকলে যোগদান করলে আপনার স্টার্টআপ পালস হেলথকেয়ার সার্ভিসেসের কী হবে? উত্তরে তিনি বলেন, আমার যে স্টার্টআপ আছে ওটা তো চলবেই। তবে আমার সব কিছু ফাইনাল হলে আপনাকে জানাবো। এখন কোনো ভুল তথ্য দিলে সমস্যা হয়ে যাবে।
কমপ্লায়েন্সে দুটি প্রতিষ্ঠানে একসঙ্গে কাজ করার সুযোগ নেই, সে ক্ষেত্রে কি দুই প্রতিষ্ঠান চালাবেন নাকি একটি ছেড়ে দেবেন? এমন প্রশ্নের জবাবে রুবাবা বলেন, সেটা তো আমার চিন্তা, আপনার চিন্তা করতে হবে না।
প্রসঙ্গত, রুবাবা দৌলা টেলিকম খাতে ১৭ বছর রাজত্ব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ করেছেন। উচ্চতর ডিগ্রি নিয়েছেন স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে। টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেডের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
সবশেষ তিনি গ্রামীণফোনের চিফ মার্কেটিং অ্যান্ড চিফ কমিউনিকেশনস অফিসার হিসেবে অনন্য ভূমিকা পালন করেন। এরপর এয়ারটেলের চিফ সার্ভিস অফিসার, হেড অব এমকমার্স অ্যান্ড পিআর (পাবলিক রিলেশন্স) হিসেবে দায়িত্ব পালন করেন।
তবে টেলিকম খাতের চাকরি শেষ হওয়ার পর নিজেকে আর প্রতিষ্ঠিত করতে পারেননি। অনেক শীর্ষ প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সেটা হয়ে ওঠেনি। বাধ্য হয়ে স্টার্টআপ প্রতিষ্ঠান দাড় করানোর চেষ্টা করেন। অনেকটা পথ পাড়ি দিয়ে এগিয়ে গেলেও ওরাকলের লোভনীয় অফারের কাছে হেরে যান তিনি।