ফেসবুক চালু করল ‘নিউজ ট্যাব’, টাকা পাবে সংবাদমাধ্যম
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ১১:১২ এএম
![ফেসবুক চালু করল ‘নিউজ ট্যাব’, টাকা পাবে সংবাদমাধ্যম](https://cdn.jugantor.com/assets/news_photos/2019/10/30/image-238336-1572412559.jpg)
ফেসবুক। ছবি সংগৃহীত
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ফেসবুক চালু করেছে নিউজ ট্যাব। যার মাধ্যমে কোটি কোটি টাকা পাবে সংবাদমাধ্যমগুলো।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যদিও এতদিন সংবাদমাধ্যমের বিজ্ঞাপনের টাকায় ভাগ বসিয়ে এসেছে ফেসবুক। এ নিয়ে অনেক অভিযোগ ছিল সংবাদপত্র ও টেলিভিশনগুলোর।
১৫ বছর ধরে সংবাদমাধ্যমগুলোকে অনেকটা অবজ্ঞা করেই আসছে ফেসবুক। এবার কোনো কোনো সংবাদমাধ্যম বিরাট অঙ্কের টাকা ফেসবুকের কাছ থেকে পাবে।
মোবাইল অ্যাপে শুধু খবরের শিরোনাম দেখা যাবে এমন একটি সেবা চালু করেছে ফেসবুক। শুরুতে ওয়ালস্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট, বিজনেস ইনসাইডার, এনবিসি, ইউএসএ টুডে এবং লসঅ্যাঞ্জেলেস টাইমসসহ আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরের শিরোনাম দেখানোর মধ্য দিয়ে এটি চালু হয়েছে।
শিরোনামে ক্লিক করলে সরাসরি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে বা অ্যাপে ঢুকে যাবে। ফেসবুকে ভুল তথ্য ছড়ানোর যুগে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন গণমাধ্যম বিশেষজ্ঞরা।
এক সাক্ষাৎকারে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ফেসবুক এখন থেকে তথ্য প্রকাশক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কে যেতে চায়।