টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জ্যাক ডোরসি। ফাইল ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম জনপ্রিয় সাইট টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জ্যাক ডোরসির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শুক্রবার বিকালে তার আইডি হ্যাক করা হয়। খবর বিবিসির।
তার অ্যাকাউন্টটি প্রায় ২০ মিনিট হ্যাকারদের দখলে থাকে। ওই সময় ডোরসির অ্যাকাউন্ট থেকে ক্রমাগত বর্ণবাদী ও আক্রমণাত্মক লেখা টুইট করা হচ্ছিল।
জ্যাক ডোরসির অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়, ‘টুইটারের সদর দফতরে বোমা রয়েছে।’
প্রতিটি টুইটের সঙ্গে ‘দ্য চাকলিং হেল্লা’ হ্যাশট্যাগ দেয় হ্যাকাররা।
২০ মিনিটর পর অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করে জ্যাক ডোরসি নতুন টুইট বার্তায় লেখেন, ‘বর্তমানে অ্যাকাউন্টটি সম্পূর্ণ সুরক্ষিত আছে।’
কী বলছে টুইটার কর্তৃপক্ষ
টুইটারের প্রধান নির্বাহীর অ্যাকাউন্টই যদি হ্যাক হয়ে যায় তাহলে সাধারণ ইউজারদের ব্যক্তিগত নিরাপত্তা কতটুকু এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
এ নিয়ে টুইটার কর্তৃপক্ষ দাবি করছেন, জ্যাকের অ্যাকাউন্ট সরাসরি কেউ হ্যাক করেনি। তবে তার অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ফোন নম্বরটি কেউ নিজের দখলে নিয়ে এসএমএস ফিচারের মাধ্যমে টুইটগুলো করছিল।
এর আগে টুইটারের কিছু ত্রুটি সম্পর্কে প্রতিষ্ঠানটিকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু টুইটার বরাবরই তাদের ত্রুটির কথা অস্বীকার করে আসছিল। অনেকেই ধারণা করছেন, নিজেদের ত্রুটির ফলেই হ্যাকিংয়ের শিকার হয়েছেন ডোরসি।
তবে টুইটারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুরো বিষয়টি ঠিক করা হয়েছে। টুইটারের পদ্ধতিগত কোনো ত্রুটি নেই বলেও দাবি করা হয়।
বিবিসির প্রতিবেদনে আরও জানানো হয়, এর আগে ২০১৬ সালেও জ্যাক ডোরসির টুইটার অ্যাকাউন্ট ‘আওয়ার মাইন’ নামে এক গ্রুপ হ্যাক করা হয়েছিল।