সিলভার প্লে বাটন পেল বাংলাদেশের তৌহিদ গাইড বুক
আইটি ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ০৫:২১ এএম
সিলভার প্লে বাটন পেল বাংলাদেশের তৌহিদ গাইড বুক
সিলভার প্লে বাটন পেলো বাংলাদেশের ডকুমেন্টারি বিষয়ক চ্যানেল তৌহিদ গাইড বুক। চ্যানেলটি মূলত তথ্যমূলক ভিডিও তৈরি করে থাকে, এই চ্যানেলের ভ্রমণবিষয়ক ভিডিওগুলি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
কোন প্রকার কপিরাইট ও সোশ্যাল ক্লেইম না থাকায় ইউটিউবের পক্ষ থেকে গত ২১ আগস্ট সিলভার প্লে বাটনটি দেওয়া হয়। ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের কাজের স্বীকৃতিস্বরূপ সাবস্ক্রাইবারের ওপর তিন ধরনের প্লে বাটন দিয়ে থাকে।
বাংলাদেশের সর্বপ্রথম সিলভার প্লে বাটন পান সালমান মুক্তাদির ২০১৬ সালের ৭ এপ্রিল। এরপর একে একে প্রায় ডজনখানেক সিলভার প্লে বাটন আসলেও ফেনী জেলায় এই প্রথম সিলভার প্লে বাটন আসলো।
ইউটিউব এর তথ্য মতে ২০১৫ সালের ৬ অক্টোবর এই চ্যানেল শুরু করেন তৌহিদুল ইসলাম। বর্তমানে তৌহিদুল ইসলাম ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছেন।
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদুল ইসলাম বলেন, সিলভার বাটন হলো দর্শকের ভালোবাসা। ফ্যানসদের আন্তরিকতায় আমি অনুপ্রাণিত হই। তাদের সাপোর্টের জন্যই পরিশ্রম সার্থকতা পায়।
তিনি বলেন, দর্শকদের জন্যই অনেকটা পথ পাড়ি দিচ্ছে বলে মনে করি। আমাদের পথ চলায় সকলের সহযোগিতা চাই।