Logo
Logo
×

আইটি বিশ্ব

বিশ্বজুড়ে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটস অ্যাপে বিভ্রাট

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৯, ১২:২৭ পিএম

বিশ্বজুড়ে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটস অ্যাপে বিভ্রাট

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপ ব্যবহারে সমস্যা হচ্ছে। 

বুধবার দুপুরের পর থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল।  

কারিগরি ত্রুটির কারণে ফেসবুক ব্যবহারকারীরা এ সমস্যায় পড়েছেন বলে জানা গেছে।  ফেসবুকের পাশাপাশি ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় অ্যাপ ‘ইন্সটাগ্রাম’ এবং ‘হোয়াইটস অ্যাপ’ ব্যবহারেও সমস্যায় পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।  

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপের এই বিভ্রাট সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে জানা গেছে।  

বাংলাদেশের ব্যবহারকারীরাও বিভ্রাটে পড়েছেন।  বুধবার সন্ধ্যার পর থেকে ফেসবুকে ঢোকা গেলেও গতি ছিল খুবই কম।  রাত ৮টা ৪৯ মিনিট থেকে বাংলাদেশে সমস্যা বেশি হচ্ছে। 

ফেসবুকে পোস্ট করা অধিকাংশ ছবিই দেখা যাচ্ছে না। কোনও তথ্য শেয়ার করতেও সময় নিচ্ছে ফেসবুক।
  

ডেইলি মেইল বলছে, সার্বিক ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনও উত্তর পাওয়া যায়নি। ফেসবুক কর্তৃপক্ষও এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম