ফেসবুকের নতুন ফিচার ‘হোয়াই অ্যাম আই সিইং দিস পোস্ট’
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯, ১২:৩৩ এএম
‘হোয়াই অ্যাম আই সিইং দিস পোস্ট’ নামে নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে ফেসবুক।
এই ফিচার ব্যবহারকারীকে জানাবে তাদের নিউজ ফিডে দেখানো পোস্টগুলো কীভাবে বাছাই করে তুলে আনে ফেসবুক।
ফেসবুক কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সোমবার থেকেই যুক্তরাজ্যের অনেক গ্রাহকের জন্য নতুন ফিচারটি চালু করা হয়েছে। বিশ্বের কোটি কোটি গ্রাহকের জন্য এই বাটনটি দেখা যাবে ২ মে থেকে।
নিউজ ফিডে আসা পোস্টের ডান দিকে ড্রপ ডাউন তালিকায় থাকবে এ বাটন। সংশ্লিষ্ট পোস্টে ও ছবিতে ব্যবহারকারী মন্তব্য করেছেন বলেই তা নিউজ ফিডে দেখা যাচ্ছে, এমন কিছু সম্পূরক তথ্য গ্রাহককে জানানো হবে সেখানে।
ফলে ব্যবহারকারীরা জানতে পারবেন তাদের প্রোফাইলের বিবরণ বিজ্ঞাপনদাতার ডেটাবেজের তথ্যের সঙ্গে মিলে যায় কিনা।
২০১৪ সাল থেকে বিজ্ঞাপনের ক্ষেত্রে এমন একটি ব্যাখ্যা দিয়ে আসছিল ফেসবুক। বিজ্ঞাপনের বেলায় তা কেন দেখানো হচ্ছে জানাতে পরে ‘হোয়াই অ্যাম আই সিইং দিস অ্যাড’ ফিচার চালু করেছিল তারা।
এখন ওই ফিচার আরও হালনাগাদ করা হবে বলে জানিয়েছে ফেসবুক।