ডিজিটাল বিপ্লবে বদলে যাচ্ছে ভবিষ্যৎ জীবনযাত্রা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ০৩:২৭ পিএম
ডিজিটাল বিপ্লবে বদলে যাচ্ছে ভবিষ্যৎ জীবনযাত্রা
নিজের হাতে থাকা ফোনের মাধ্যমে গাড়ি ডেকে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌছে যাবার কথা হয়ত কিছু বছর আগেও ভাবা যায়নি, কিন্তু আজ তা বাস্তব। আমাদের ফোনে থাকা অ্যাপের মাধ্যমে সহজেই মোটরসাইকেল কিংবা গাড়ি ডেকে নিচ্ছি গন্তব্যস্থলে যাবার জন্য।
প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের ফোনে থাকা অ্যাপ ব্যবহার করে যাতায়াত করছে। এক্ষেত্রে বলা যায় প্রযুক্তির ছোয়ায় জীবনযাত্রা অনেক উন্নত ও সহজ হয়েছে।
রিয়েল এস্টেট ব্যবসাতেও এখন সম্পত্তি ক্রয়-বিক্রয়ে অ্যাপ ব্যবহার করা হচ্ছে। ঘরে বসে নিজের স্মার্ট ফোন ব্যবহার করে সম্পত্তি ক্রয়-বিক্রয় করা যাচ্ছে যা এখন আর কোন কল্পনা নয়, বাস্তব। বিপ্রপার্টি ডটকম বাস্তবে এমনটাই করছে।
যেকোনো ধরনের সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতাকে কোন ধরনের ধোয়াশায় থাকতে হবে না।
বিপ্রপার্টি ডটকম ক্রেতা ও বিক্রেতার অভিজ্ঞতাকে আরো সহজ করতে ভার্চুয়াল ট্যুর, হিট ম্যাপ, হোম লোন ক্যালকুলেটরের মত সুবিধা প্রদান করছে। এ বিষয়গুলো সম্পত্তি কেনাবেচাকে করেছে পানির মত সহজ বিষয়।
এখন ক্রেতাকে কষ্ট করে উপস্থিত থেকে পছন্দের প্রপার্টি দেখতে যেতে হবে না। ক্রেতার সুবিধার্তে ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল ট্যুরের সুবিধা আছে যার মাধ্যমে ঘরে বসে পছন্দের প্রপার্টিজ ঘুরে দেখা যায় যখন ইচ্ছে তখন।
বিপ্রপার্টি ডটকম এই খাতে নতুন নতুন ফিচার যুক্ত করেছে তাই নয়, একই সঙ্গে পুরো রিয়েল এস্টেট ব্যবসার ধারনাকে পরিবর্তন করেছে।