Logo
Logo
×

আইটি বিশ্ব

‘ফেসবুক হতে অনলাইন ইনকাম’

Icon

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৮, ০২:১৪ পিএম

‘ফেসবুক হতে অনলাইন ইনকাম’

অ্যাসোসিয়েশন অফ ফ্রিল্যান্সার্স, চিটাগাং এর উদ্যোগে এবং পেমেন্টবিডি ও রাওয়াহ আইটি সলিউশনের সহযোগীতাতে প্রথমবারের মত চট্টগ্রাম মুসলিম হলে অনুষ্ঠিত হলো ‘ফেসবুক হতে অনলাইন ইনকাম’ বিষয়ক ওয়ার্কশপ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। আলোচক হিসেবে ছিলেন মো. ইকরাম, তৌহিদুল হক ও হানিফ।

অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রায় শতাধিক ফ্রিল্যান্সার শিক্ষার্থী, যাদের দিকনির্দেশনা ও হাতে কলমে শিক্ষা দিয়েছিলেন উপস্থিত অনলাইন প্রফেশনালরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেকার জনগোষ্ঠীকে অনলাইন প্রফেশনে দক্ষ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগগুলো অবশ্যই প্রশংসার দাবিদার।

এ বিষয়ে মো. ইকরাম বলেন, তরুণরাই এদেশের ভবিষ্যতের হাল ধরবে, তাই তাদের আরও এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব আমাদেরই।

অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান তিনজন কনভেনর অপু ঘরজা, আনিসুল অভি এবং এ.কে আকাশ।

কনভেনররা জানান, আমাদের অ্যাসোসিয়েশনের উদ্যোগ মাত্রই শুরু, শিগগির আমরা বিভিন্ন স্কুল কলেজে ফ্রি ক্যাম্পেইন ও আরও ওয়ার্কশপ আয়োজন করতে যাচ্ছি, তাই আপনাদের সবার অংশগ্রহণ আমাদের কাম্য। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম