২ বছরের কম বয়সিদের টিভি-স্ক্রিনে নয়
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ পিএম
শিশুদের বিশেষ করে, যাদের বয়স দুই বছরের কম, তাদের টিভি বা মোবাইল স্ক্রিন দেখতে দেওয়া একেবারেই উচিত নয় বলে অভিভাবকদের সতর্ক করেছে সুইডেন।
গবেষণায় দেখা গেছে, দেশটিতে ১ থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের অর্ধেকই ঘুমের ঘাটতিতে ভুগছে। ফলে তাদের মধ্যে বিভিন্ন শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আর এই ঘুমহীনতার জন্য, স্ক্রিনের প্রতি আসক্তিকেই দায়ী করা হয়েছে। তাই তাদের স্বাস্থ্যগত ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে এই আদেশ দেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ান