Logo
Logo
×

আইটি বিশ্ব

পরামর্শ

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায়

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায়

অপরিচিত কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে গুগল ম্যাপের সহায়তা নেন অনেকেই। তবে ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলে গুগলের এ ম্যাপ ব্যবহার করা যায় না। গুগল ম্যাপে এমন একটি ফিচার রয়েছে, যাতে ইন্টারনেট সংযোগ ছাড়াই এ অ্যাপটি ব্যবহার করা যায়।

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করার উপায়-

১. গুগল ম্যাপের অফলাইন ফিচারটি ব্যবহারের জন্য আপনাকে প্রথমে সেই এলাকার একটি মানচিত্র ডাউনলোড করতে হবে।

২. মানচিত্রটি ডাউনলোড করার জন্য প্রথমে গুগল ম্যাপ চালু করে যে অঞ্চলের জন্য মানচিত্রটি ডাউনলোড করতে চান তার জন্য এলাকার নামের উপর ক্লিক করুন।

৩. মানচিত্র ডাউনলোড হয়ে গেলে, আপনি এটি অফলাইনে দেখতে এবং ব্যবহার করতে পারবেন।

৪. অফলাইনে ম্যাপ ব্যবহার করতে প্রথমে গুগল ম্যাপ চালু করুন। আপনি যে জায়গাটি দেখতে চান তা সিলেক্ট করুন। আপনার ইন্টারনেট কানেকশন না থাকলেও সেই ম্যাপ দেখতে পারবেন।

৫. এবার যে জায়গাটির ম্যাপ দেখতে চান, তা সার্চ করুন। এবার ইন্সট্রাকশন্স ক্লিক করুন। পাবলিক ট্রান্সপোর্ট লাইন এবং স্টেশন দেখুন।

৬. তবে অফলাইন মানচিত্রে সাম্প্রতিক তথ্য নাও থাকতে পারে। ইন্টারনেট না থাকার কারণে ট্র্যাফিক ইনফরমেশন ফিচারটি কাজ নাও করতে পারে।

৭. গুগল ম্যাপের অফলাইন ফিচারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এমন অনেক জায়গায় ইন্টারনেট কাজ করে না। সেসব জায়গায় এ ম্যাপ কাজ করবে। ফলে নির্দিষ্ট সেই জায়গায় যেতে কোনো সমস্যা হবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম