Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

এমপিওভুক্তির দাবি

আমরণ অনশনে ২৭ জন অসুস্থ হাসপাতালে ৪

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ জুন ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এমপিওভুক্তির দাবিতে বেসরকারি শিক্ষকদের আমরণ অনশনের তৃতীয় দিন অতিবাহিত হয়েছে। রোদ-বৃষ্টির মধ্যেই রাস্তার পাশে অনাহারে থাকা এসব শিক্ষকের অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বুধবার রাত ৭টায় এ রিপোর্ট লেখাকালে ২৭ জনের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ রায়সহ আরও ২৩ জনকে স্যালাইন দিয়ে অনশনস্থলে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষকরা হলেন- মো. মাসুমবিল্লাহ, সোবেদ আলী, ফারুক হোসেন এবং জেসমিন নাহার।

ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে সোমবার থেকে অনশন চলছে। ১০ জুন থেকে তারা ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন শেষে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের বিপরীত দিকে সড়কের পাশে আমরণ অনশন শুরু করেন। ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার যুগান্তরকে বলেন, তিন দিন ধরে অনশন চললেও শিক্ষকরা সরকারের কোনো পর্যায় থেকে কোনো আশ্বাস বা সাড়া পাচ্ছেন না। কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ না দেখা পর্যন্ত তাদের এবারের আন্দোলন চলবে। স্বীকৃতি পাওয়া সব কটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন চালিয়ে যাবেন।

শিক্ষকদের এ আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের একাত্মতা প্রকাশ অব্যাহত আছে। বুধবার ওয়ার্কার্স পার্টির নেতা মোস্তফা লুৎফুল্লাহ, নূর আহমেদ বকুল, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আবুবরক সিদ্দিক, যুগ্ম-সম্পাদক রঞ্জিত মল্লিক, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমানও একাত্মতা প্রকাশ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম