Logo
Logo
×

তাজা খবর

কুড়িগ্রাম-৪: ইমরান এইচ সরকারের জামানত বাজেয়াপ্ত

Icon

কুড়িগ্রাম

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৩:৪২ পিএম

কুড়িগ্রাম-৪: ইমরান এইচ সরকারের জামানত বাজেয়াপ্ত

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। ফাইল ছবি

কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। 

রোববারের ভোটে তিনি দুই হাজার ৭৭৫ ভোট পেয়েছেন, যা মোট ভোটের এক-অষ্টমাংশের কম।
 
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্যানুযায়ী, কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ১২০ জন। মোট ১৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

এ আসনে মোট বৈধ ভোট সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৩৯৯। এ আসনে জামানত ফেরতের জন্য অন্তত ২৯ হাজার ৫০০ ভোট পাওয়া প্রয়োজন।

ফলে এ আসনে মটরগাড়ি প্রতীকে নির্বাচনে অংশ নেয়া ডা. ইমরান এইচ সরকারসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

এবার এ আসনে ১৬ প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফল অনুযায়ী আওয়ামী লীগ প্রার্থী মো. জাকির হোসেন এক লাখ ৬২ হাজার ৬৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৯৬০ ভোট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম