
প্রিন্ট: ০১ মে ২০২৫, ০৪:১৯ এএম
তায়রুননেছা মেডিকেলে ভারতীয় ছাত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
গাজীপুর নগরীতে তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজে অধ্যয়নরত এক ভারতীয় ছাত্রীর মৃত্যু হয়েছে; যার কারণ মৃগী রোগ বলে চিকিৎসকের ভাষ্য। শনিবার সকালে ওই কলেজেরই হাসপাতালে নেয়ার পর তাকে মৃত বলে জানান চিকিৎসক।
মৃত কুরাত উল অ্যানি আলি ভারতের জম্মু কাশ্মীর প্রদেশের আহম্মদ আলির মেয়ে। তিনি এমবিবিএস চতুর্থবর্ষের শিক্ষার্থী ছিলেন। গাজীপুর মহানগরের গাছা থানাধীন বড়বাড়ি এলাকায় তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থান।
গাছা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এমবিবিএস চতুর্থবর্ষের ছাত্রী কুরাত মৃগী রোগী ছিলেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কলেজ হোস্টেলে তার খিঁচুনি শুরু হয়। ওই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।