Logo
Logo
×

ক্রিকেট

ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে যা বললেন বাবর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৪, ০৩:১৯ পিএম

ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে যা বললেন বাবর

ভারত–পাকিস্তান ম্যাচ মানে বরাবরই ভিন্ন এক উত্তাপ। এ ম্যাচের ওপর দেশ দুটির তো বটেই, চোখ থাকে বাকি ক্রিকেট বিশ্বেরও। ম্যাচের আগে থেকে শুরু হয় ক্রিকেটীয় বিশ্লেষণ এবং কথার লড়াই। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে দুই দেশ। যে কারণে গ্রুপপর্বেই খেলা আছে দুই দলের। আগামী ৯ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে মুখোমুখি হবে তারা। 

হাইভোল্টেজ এ ম্যাচকে ঘিরে চরম উত্তেজনা থাকাটা স্বাভাবিক, তবু এই ম্যাচে নিজেদের শান্ত রাখার কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি জানেন, এ ম্যাচ দেখার জন্য অনেক ভক্ত উৎসুক মনে অপেক্ষা করছেন। প্রিয় দলের কাছে ভালো কিছু আশা করছেন।

বাবর আজম বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের দিকে পুরো বিশ্বের দৃষ্টি নিবদ্ধ। স্বাভাবিকভাবেই নাড়ির চাপ থাকবে। তবে আমাদের মূল লক্ষ্যে অবিচল থাকতে হবে। মৌলিক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে লেগে থাকতে হবে। সহজ ক্রিকেট খেলতে হবে। এটা সবসময় একটি চাপযুক্ত খেলা; আপনি যত বেশি শান্ত থাকবেন এবং দক্ষতা ও কঠোর পরিশ্রমে বিশ্বাস করবেন, তখন জিনিসগুলো সহজ হয়ে যাবে।’

বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হবে ম্যাচটি। এরপর ভারত, কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন বাবর আজমরা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম