Logo
Logo
×

খেলা

তাসকিন-হৃদয়ের সেই লঙ্কান দলের চুক্তি বাতিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পিএম

তাসকিন-হৃদয়ের সেই লঙ্কান দলের চুক্তি বাতিল

ছবি: সংগৃহীত

ফ্র‌্যাঞ্চাইজির চুক্তিভিত্তিক দায়বদ্ধতা পূরণে ব্যর্থ হওয়ায় জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্সের চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) আয়োজক প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ এবং এসএলসির যৌথ সিদ্ধান্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চুক্তি বাতিলের বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও এসএলসি জানিয়েছে, নির্দিষ্ট চুক্তিভঙ্গের কারণেই এই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। দুই দলের নতুন মালিকানা আসবে কিনা বা নতুন দল যুক্ত হবে কিনা, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

লঙ্কান প্রিমিয়ার লিগের দল কলম্বো স্ট্রাইকার্সের হয়ে গত আসরে খেলেছিলেন তাসকিন আহমেদ। এই টুর্নামেন্টে তাওহিদ হৃদয়ের অভিষেক হয়েছিল জাফনা কিংসের হয়ে। জাফনা কিংস এলপিএলের সফলতম দল। পাঁচ আসরের তিন শিরোপাই গেছে তাদের ঘরে। তবে দুই দলকেই এবার মাঠে নামতে হবে নতুন মালিকানায়। 

সবশেষ লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশ জাতীয় দলের ৪ জন তারকা খেলেছিলেন ভিন্ন তিন দলে। ডাম্বুলা সিক্সার্সে ছিলেন তাওহীদ হৃদয় এবং মোস্তাফিজুর রহমান। তাসকিনের ঠিকানা ছিল কলম্বোয়। শরিফুল ইসলাম খেলেছিলেন ক্যান্ডি ফ্যালকনসের হয়ে।

২০২৫ আসরের তারিখ কিংবা ড্রাফট নিয়ে এপর্যন্ত কোনো ঘোষণা দেয়নি লঙ্কান ক্রিকেট বোর্ড।

লঙ্কান প্রিমিয়ার লিগ তাসকিন আহমেদ কলম্বো জাফনা কিংস তাওহিদ হৃদয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম