Logo
Logo
×

খেলা

পেহেলগাম হামলা

ভারতে নিষিদ্ধ শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৪০ পিএম

ভারতে নিষিদ্ধ শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল

ছবি: সংগৃহীত

খেলা ছাড়ার পর ক্রিকেট নিয়ে বিশ্লেষণী ভিডিও নির্মাণে মনযোগী হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যম ক্রিকেটের সমসাময়িক বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করেন তিনি। তার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো উপমহাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়।

তবে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর হঠাৎ করে দেশটিতে তার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতে হঠাৎ করেই দেখা যাচ্ছে না শোয়েবের ইউটিউব চ্যানেল। তাই এখন ভারতের ইউটিউব ব্যবহারকারীরা তার চ্যানেলটি অ্যাক্সেস করতে পারছেন না।

জানা গেছে, পেহেলগেম হামলার পর একাধিক পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে ভারত সরকার।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে, ‘উস্কানিমূলক ও বিভ্রান্তিকর কন্টেন্ট’ ছড়ানোর অভিযোগে একাধিক পাকিস্তানি চ্যানেল ব্লক করা হয়। যদিও শোয়েবের ইউটিউব চ্যানেলটি সরকার কর্তৃক প্রকাশিত নিষিদ্ধ চ্যানেলগুলোর তালিকায় নেই। তারপরও ব্যবহারকারীরা ইউটিউব বা অ্যাপে চ্যানেলটি খুঁজে পাচ্ছেন না। 

শোয়েব আখতারের পাশাপাশি, রশিদ লতিফ ও বাসিত আলির মতো অন্যান্য পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের চ্যানেলও ভারতে দেখা যাচ্ছে না। এসব চ্যানেলও সরকারি নিষেধাজ্ঞার তালিকায় না থাকলেও, তাদের ভারতীয় দর্শকদের জন্য অ্যাক্সেস সীমিত করা হয়েছে।

ভারতে যেসব ইউটিউব চ্যানেল ব্লক করা হয়েছে সেগুলো হলো—ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনিব ফারুক, সুনো নিউজ এবং রাজি নামা।

শোয়েব আখতার ভারত ইউটিউব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম