Logo
Logo
×

খেলা

নিক-শনের জুটিতে হতাশা বাড়ছে বাংলাদেশের

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০২:২৮ পিএম

নিক-শনের জুটিতে হতাশা বাড়ছে বাংলাদেশের

ছবি: সংগৃহীত

দিনের শুরুর সেশনে দুটি উইকেট মিললেও সকালটা বাংলাদেশের পক্ষে আসেনি। জিম্বাবুয়ের দুই জুটিতে উল্টো হতাশা বাড়ছে। টাইগার বোলারদের দুর্দশা সকালে বাড়িয়েছে সফরকারীদের ওপেনিং জুটি। লাঞ্চের পর হাল ধরেছেন নিক উইলস ও শন উইলিয়ামস। দুজনে আছেন দারুণ ছন্দে। জমা করে বসেছে দেড়শর বেশি রান। তাতেই বাড়ছে নাজমুল হোসেন শান্ত ব্রিগেডের আক্ষেপ।

সুযোগ মিসের মহড়া না বাড়লে ভিন্ন চিত্র হত হয়ত! সকালে মেহেদী হাসান মিরাজের ক্যাচ ফেলেছিলেন সাদমান ইসলাম, আউট হয়েও বেঁচে রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন নিক উইলস, সহজ কয়েকটি সুযোগ হেলায় হারিয়েছেন কিপার জাকের আলী—সব মিলিয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন যাচ্ছে হতাশায়। বাংলাদেশ এখন পর্যন্ত ৫৪ ওভার বল করে নিতে পেরেছে দুটি উইকেট। জিম্বাবুয়ে জমা করেছে ১৬০ রান।

এই প্রতিবেদন লেখা অবধি সফরকারীদের দুই টপ অর্ডার করেছেন ফিফটি। ৮৮ রানের তৃতীয় উইকেট জুটিতে ৫৪ রান করেছেন নিক, একই রান নিয়ে ব্যাট করছেন শন উইলিয়ামস। বাংলাদেশের হয়ে সাফল্য সকালেই এসেছে দুটি। একটি উইকেট নিয়েছেন অভিষেক হওয়া তানজিম, অন্যটি তাইজুল।

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে দারুণ শুরু পায় জিম্বাবুয়ে। ক্রেইগ আরভিন জেতেন টস। ওপেনিং জুটিতে আসে ৪১ রান। এরপর অভিষেক হওয়া তানজিম হাসান সাকিবের এবং তাইজুলের আঘাত। মাঝে কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে তা লুফে নিতে পারেননি টাইগাররা। চাপ সামলে পরে ট্রাকে ফেরে সফরকারীরা। লাঞ্চের আগে দেখানো দাপট এখনও জারি রেখেছে ক্রেইগ আরভিনের দল।

বাংলাদেশ জিম্বাবুয়ে চট্টগ্রাম টেস্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম