Logo
Logo
×

খেলা

ডাকাতের ভয়ে খাটের নিচে ফুটবলার...

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১২:১৪ পিএম

ডাকাতের ভয়ে খাটের নিচে ফুটবলার...

ছবি: সংগৃহীত

কী কাণ্ড দেখুন! বাড়িতে ডাকাত পড়ল। আর গৃহকর্তা লুকালেন খাটের নিচে। অগত্যা ডাকাতরা তার স্ত্রী ও সন্তানকে ধরে নিয়ে গেল। তা কে এই ‘সাহসী’ গৃহকর্তা!

ইকুয়েডরের ফুটবলার জ্যাকসন রদ্রিগেজ। বুধবার গুয়াইয়াকুইলে তার বাড়িতে ডাকাতরা হানা দেয়। ইকুয়েডরের ঘরোয়া ফুটবলে এমেলেক দলের হয়ে খেলেন ডিফেন্ডার রদ্রিগেজ। 

রাত ৩টায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ২৬ বছর বয়সি ফুলব্যাক রদ্রিগেজকে খুঁজছিল। তাকে না পেয়ে তার স্ত্রী এবং পাঁচ বছরের সন্তানকে নিজেদের সঙ্গে নিয়ে যায়।

সশস্ত্র ডাকাতরা চলে যাওয়ার পর খাটের নিচ থেকে বেরিয়ে আসেন ফুটবলার। জানালা দিয়ে তিনি দেখতে পান তার স্ত্রী ও সন্তানকে অপহরণ করে একটি দূসর রঙের ডাবল ক্যাব পিকআপ ট্রাকে নিয়ে যাচ্ছে ডাকাতরা।

ডাকাত ফুটবলার ইকুয়েডর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম